শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাগান পাড়ায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আসাব উদ্দীন (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার বেলা ৩ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আসাব উদ্দীন ওই গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, গাড়াবাড়িয়া গ্রামের নিহত আসাব উদ্দীনের পরিবার ও মৃত মখলেছ মন্ডলের ছেলে ইকরামুলের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বেলা ৩ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ইকরামুল ও তার অন্য ভাইয়েরা মিলে ধারালো অস্ত্র দিয়ে আসাব উদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

নিহতের ছেলে শরীফ মন্ডলের দাবি, ১৯৮১ সালে তার দাদা ওই জমি তার বাবা আসাব উদ্দীনের নামে লিখে দিয়ে যান। এর বেশ কিছুদিন পরে অপর পক্ষ ইকরামুল জমিটি তাদের নিজের বলে দাবি করে। এ নিয়ে আদালতে মামলা করা হলে আদালত জমিটির উপর ইনজাঙ্কাশন জারি করে। তারপরও ইকরামুলের পরিবারের সদস্যরা জমিটি দখল করার চেষ্টা করে। এরই সূত্র ধরে শনিবার দুপুরে তাদেরকে জমিটির ওপর না যাওয়ার জন্য বলা হলে তারা ক্ষুব্ধ হয়ে আমার পিতা আসাব উদ্দীনকে কুপিয়ে হত্যা করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়