শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এটা আসলেই দুঃখজনক, কি যে হলো সবার!’

ক্রীড়া প্রতিবেদক: জেতার মতো লক্ষ্য ছিল তবে কেন যে হলো না, এরকমটাই মনে হলো মাশরাফিকে দেখে। ম্যাচ শেষে মন খারাপ নিয়ে সংবাদ সম্মেলনে আসলেন তিনি। এভাবে হারবে দল তা তিনি ভাবতে পারেননি তিনি। ২২১ রানের টার্গেটের ম্যাচ ৭৯ রানে হার। যা তিনি আশা করেননি। সে কারণে মন খারাপ তার।

দুঃখভারাক্রান্ত মন নিয়ে করে ম্যাচ শেষে মাশরাফি বলেন ‘শোচনীয় এ হার দু:খজনক, এভাবে হারা উচিৎ হয়নি। আমরা জিততে চেয়েছিলাম। জেতা উচিৎ ছিল। কিন্তু আমরা পারিনি।’

টানা দুই ম্যাচে এমন দুর্ভাগ্যজনক ব্যাটিং ব্যর্থতা ঠিক কী কারণে তা জানাতে গিয়ে মাশরাফি বললেন,‘ বড় ম্যাচে চাপ তো একটা থাকেই। এটা তো এক বিষয়। আমার মনে হয় এই উইকেটে ব্যাটসম্যানদের যেভাবে খেলা উচিৎ সেভাবে খেলেন হয়নি। হয়তো তাদের শট সিলেকশনে কোন ভুল ছিল। আসলে কী ঘটেছিল তা ব্যাটসমানরাই ভালো বলতে পারবেন।’

মাশরাফি যোগ করেন,‘ প্রথম ১০ ওভারে রান করা কঠিন ছিল। ব্যাটসম্যানদের আরো ধৈর্য্য ধরা উচিৎ ছিল। রিয়াদের সঙ্গে মুশফিকের পার্টনারশিপটা বড় হলে আমরা জিততে পারতাম।’

নট আউট পর্বে বারবার হার। বাংলাদেশ তবে কী দক্ষিণ আফ্রিকার মতো চোকার্স হয়ে গেল? এমন প্রশ্নে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন,‘ দেখেন, দক্ষিণ আফ্রিকা অনেক বড় দল। তারা সবসময় তিনের মধ্যে র‌্যাঙ্কিংয়ে থাকে। আমরা ওদের মতো বড় দল নই। আগে ওদের মতো বড় দল হই তখন তুলনা করা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়