শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গিবিমান চুক্তি পুনর্বিবেচনা করতে মিয়ানমার-রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

হাসান : মিয়ানমারের কাছে অত্যাধুনিক জঙ্গি বিমান বিক্রির ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্র দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কয়েক দিন আগে রাশিয়ার পত্র-পত্রিকার খবরে বলা হয় যে দেশটি মিয়ানমারের কাছে ছয়টি এসইউ-৩০ জঙ্গি বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা আরআইএ জানায়, মিয়ানমার তার সেনা ও নৌ বাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে আগ্রহী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নুয়ার্ট এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা কিছু বিব্রতকর খবর দেখতে পাচ্ছি, যাতে বলা হয়েছে যে মিয়ানমার সেনাবাহিনীর কাছে এসইউ-৩০ জঙ্গি বিমান বিক্রি করতে আগ্রহী রাশিয়া।’

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের প্রসঙ্গ টেনে নুয়ার্ট বলেন, ‘অস্ত্র বিক্রির খবর সত্যি হলে তা হবে, রাশিয়া যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত কোন সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি করছে তা আবারো মনে করিয়ে দেয়া।’

সেনা অভিযানের মুখে রাখাইন থেকে সাত লাখের মতো রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মুখপাত্র বলেন, রাশিয়া যদিও বলছে যে তারা মিয়ানমার সংকট নিরসনে গঠনমূলক সংলাপের পক্ষে, কিন্তু সামরিক প্রযুক্তি বিক্রির পরিকল্পনার খবর সত্য হলে, তা অন্যকিছু বুঝাচ্ছে।

তিনি বলেন, আমরা রাশিয়া ও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অস্ত্রের মজুত বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে এবং চলমান সংকটের শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিস্পত্তি খুঁজে পেতে তাদের প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিশীল থাকতে।

রাখাইনে সেনাবাহিনীর ‘জাতিগত শুদ্ধি অভিযানে’র প্রেক্ষাপটে এর আগে বিভিন্ন দেশের প্রতি মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।-রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়