শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপদ সীমা অতিক্রম করেছে প্যারিসের সিন নদীর পানি

মরিয়ম চম্পা : বিপদ সীমা অতিক্রম করেছে প্যারিসের সিন নদীর পানি। নদীর তীরবর্তী বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অতিবৃষ্টি ও বাধ ভাঙা পানিতে অনেক বিল্ডিংয়ের নিচতলা ডুবে গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে সিন নদীর পানির উচ্চতা স্বাভাবিক মাত্রার থেকে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে প্যারিসের বিভিন্ন অঞ্চলের ব্যস্ত রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। পর্যটকদের জন্য বিখ্যাত শহর প্যারিসের গুরুত্বপূর্ণ রোডপয়েন্টের পানি নিষ্কাশন করা হলেও পর্যটকশূন্য হয়ে পড়েছে দেশটি। নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৬ মিটার উচ্চতায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ গুণ বেশি।

দ্য পয়েন্ট ডি এল-আলমায় অবস্থিত জনপ্রিয় ক্রিমিয়ার সৈনিক জুভের মূর্তির উরু পর্যন্ত পানি জমেছে। গত শুক্রবার জুভের মূর্তির মধ্যে উরু সমান পানি উঠলেও এটি ১৯১০ সালের বন্যার রেকর্ড ভাঙ্গতে পারেনি। তখন জুভের মুর্তির গলা পর্যন্ত ডুবে গিয়েছিল এবং প্রায় দুই মাসের মতো শহরের নিচু অঞ্চলগুলো পানিতে ডুবে ছিল।

ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানায়, যতো দ্রুত সম্ভব পানি অপসারণের ব্যবস্থা করা হবে। প্যারিসের মেয়র অ্যানি হিডলগো বলেন, এটা ভয়াবহ কোন বন্যা নয়। যতো দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হিমালয়ের বরফ গলা পানি ও জলবায়ু পরিবর্তনের ফলে আকষ্মিক এক বন্যার সৃষ্টি হয়েছে। তবে আগামী সপ্তাহে পানির উচ্চতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়