শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীর শূন্যতায় ফরিদপুরের স্বাস্থ্য কেন্দ্রে এখন বিরাণভূমি

জুয়াইরিয়া ফৌজিয়া : একজন ডাক্তার এবং ৩ জন সেবিকা নিয়ে কোনো রকমে চলছে ফরিদপুর শহরে গড়ে ওঠা বক্ষব্যাধি হাসপাতাল চিকিৎসা কার্যক্রম। টিবি হাসপাতাল নামে পরিচিতি এই স্বাস্থ্য কেন্দ্রে এক সময় রোগীদের চাপ থাকলেও এখন তা বিরাণভূমি।
সাড়ে ৫ একর জায়গা জুড়ে ফরিদপুর শহরে গড়ে ওঠেছে বক্ষব্যাধি এই হাসপাতাল। তবে এখন খুড়িয়ে খুড়িয়ে চলছে এই হাসপাতালের সকল কার্যক্রম। যা নিরাময় নামে পরিচিত স্বাস্থ্যসেবা কেন্দ্র হলেও এখন এটির অবস্থা খুবই খারাপ। এছাড়া রক্ত পরীক্ষা বা এক্স-রের মতো সুবিধাও পান না এখানকার রোগীরা। গড়ে প্রতিদিন ১০ জন রোগীর সংখ্যা দেখালেও সন্ধ্যা নামার আগে চলে যায় তারা।

ফরিদপুর বক্ষব্যাধী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেরুনা পারভীন বলেন, আমাদের এখানে পরীক্ষার করার যন্ত্রপাতি না থাকায় রোগীরা আসতে চায় না। যদি এইগুলো থাকতো তাহলে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভবনা ছিল।

ফরিদপুরের সিভিল সার্জান অরুন কান্তি বিশ্বাস বলেন, এখানে যে অবস্থা সেটি সম্পূর্ণ থাকার অযোগ্য। এখানে রোগীদের থাকার কোনো পরিবেশ বা নিরাপত্তা কোনোটিই নেই। এই সমস্যাগুলো যদি দ্রুত সমাধান করা যায় তাহলে এই অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা হবে।

এখানে রোগ নির্ণয়ের আধুনিক সরঞ্জামাদি ও চিকিৎসক নিয়োগের দাবি ভূক্তভোগীদের।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়