শিরোনাম

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টেস্টের দায়িত্ব পেতে পারেন মাহমুদুল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়ে ছাড়েন। পরে জানা যায় আঘাতটা গুরুতর। নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম টেস্টে তিনি খেলতে পারবেন না। জাতীয় দলের ফিজিও বরাতে জানা গেচে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পারে সাকিব আল হাসানকে। সবার মনে এখন একটাই প্রশ্ন, সাকিব যদি না খেলতে পারেন তাহলে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?

সব সময় দেখা যায় অধিনায়ক অনুপস্থিত থাকলে সহ-অধিনায়কই দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেন। সেই হিসাবে চট্টগ্রাম টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদকেই অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। সম্প্রতি মুশফিককে সরিয়ে বাংলাদেশের টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় সাকিব আল হাসানকে আর সহকারী করা হয় রিয়াদকে। সবকিছু ঠিক থাকলে হয়তো প্রথম টেস্টে বাংলাদেশ দলের দায়িত্বের ভার দেখা যেতে পারে মাহমুদুল্লাহর কাঁধে।

গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যান সাকিব। এতে তিনি হাতে ব্যথা পেলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সাকিবের অবস্থা সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সাকিবের হাতে কোনও ফ্র্যাকচার না হলেও ওর বাঁ-হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। প্রথম টেস্টে তাকে নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।’

ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩১ জানুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়