শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের মধ্যে এইডস আক্রান্ত বেড়ে ১৪০, মৃত্যু ২

রিকু আমির : কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মরণব্যাধি এইচআইভি বা এইডসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪০ এ দাঁড়িয়েছে। এর মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ ২৭ জানুয়ারি একজনের মৃত্যু হয়।

১৪০ জনের মধ্যে ৭৪ জনই নারী। এছাড়া ছেলে শিশু ১১ ও কন্যাশিশু ১০ জন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার।

এদিকে, মিয়ানমারে জনসংখ্যা পাঁচ কোটি ২০ লাখের মধ্যে এইচআইভি বা এইডস নিয়ে বসবাসকারী দুই লাখ ৩০ হাজার বলে তথ্য আছে জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের কাছে। এ হিসাবে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গার মধ্যে এইচআইভি বা এইডস নিয়ে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।

ইউএনএইডসের সর্বশেষ তথ্য বলছে, ২০১৬ সালে বাংলাদেশে নতুনভাবে দেড় হাজার মানুষ সংক্রমিত হয়েছিল, মিয়ানমারে ১১ হাজার।

এইচআইভি সংক্রমিত রোহিঙ্গা শনাক্ত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকারের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, জাতিসংঘের এইডসবিষয়ক পরিসংখ্যানের তথ্য উদ্বেগজনক।

আক্রান্তরা ২ থেকে ৫৫ বছর বয়সী উল্লেখ করে কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, প্রথমদিকে রোহিঙ্গাদের এইডস পরিস্থিতি নিয়ে যে পরিমাণ চিন্তিত ছিলাম, এখন সে পরিমাণ চিন্তা নেই। কেননা, সবাইকে সঠিক চিকিৎসার আওতায় আনা হয়েছে, ওষুধ পর্যাপ্ত আছে। তাদের সেবায় আছে প্রচুর স্বাস্থ্যকর্মী। স্থানীয় মানুষকেও সচেতন করার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়