শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ইয়াবাসহ জবির সাবেক ছাত্র আটক

সুজন কৈরী : রাজধানীর ফকিরাপুল থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এ বি এম বাকের ওরফে জুয়েল নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। আটক জুয়েল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ছিলেন।

শনিবার সকালের দিকে ১ নম্বর ফকিরাপুল থেকে তাকে আটক করে ডিএনসির খিলগাঁও সার্কেল।

সার্কেলের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সুমনুর রহমান জানান, জুয়েল ২০০৮ সালে জবি থেকে ম্যানেজমেন্ট বিভাগে অনার্স পাশ করেছেন। এরপর রাজনৈতিক কারণে মাস্টার্স সম্পন্ন করতে পারেনি। এরপর সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সে আরো জানিয়েছে, তিন-চার বছর ধরে সে ইয়াবার ব্যবসা করে। একপর্যায়ে পরিচিত হয় টেকনাফের বাসিন্দা ও ইয়াবা ব্যবসায়ী একরামের সঙ্গে। তার মাধ্যমে সে রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে থাকে। গত শনিবার একরামের মাধ্যমে সে ১২ হাজার পিস ইয়াবা ঢাকায় নিয়ে আসে। এর মধ্যে ১০ হাজার পিস ইয়াবা বিভিন্ন স্থানে বিক্রি করেছে। দুই হাজার পিস ইয়াবা অন্য এক স্থানে দেওয়ার কথা ছিল তার। এর আগেই তাকে আটক করা হয়েছে।

জিজ্ঞসাবাদে জুয়েল আরো জানিয়েছে, ইয়াবাগুলো সে সোহাগ পরিবহণের একজনের মাধ্যমে নিয়ে এসছে। তবে ওই ব্যক্তি সোহাগের কেউ ছিল না বাসের যাত্রী ছিল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে উল্লেখ করে সুমনুর রহমান বলেন, জুয়েল যেসব মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ইয়াবা সরবরাহ করেছে, ওইসব মাদক ব্যবসায়ীদের আটকের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়