শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ২ লাখ জালনোটসহ ব্যবসায়ী আটক

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর পত্মীতায় ২ লাখ ৯ হাজার জালনোটসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট ক্যাম্প র‌্যাব-৫।

শনিবার সকালে উপজেলার চকনিরখিন বাজারে মা-মনি ইলেট্রনিক্স এণ্ড ডিজিটাল স্টুডিও থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মানিক কুমার (৩০), সামসুল আলম (২৪), তোফাজ্জল হোসেন মিঠু (২৮), মিঠু কুমার দাস (২৭) ও শাওন আলী (২৮)। এদের সবার বাড়ী পত্মীতলা উপজেলার বিভিন্ন গ্রামে।

জয়পুরহাট ক্যাম্প র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম হোসেন বলেন, গোপন সংবাদে জানা যায় পত্মীতলা উপজেলার চকনিরখিন বাজারে মা-মনি ইলেট্রনিক্স এন্ড ডিজিটাল স্টুডিওতে জালনোট প্রস্তুত করা হচ্ছে।

এসময় র‌্যাব-৫ এর অপারেশন ঘটনাস্থলে সকালে অভিযান পরিচালনা করে। ওই স্টুডিওতে অভিযান পরিচালনা করে ২ লাখ ৯ হাজার জাল নোট, একটি সিপিইউ, মনিটর, প্রিন্টার, দুইটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড ও ৩টি মেমোরি কার্ড সহ পাঁচজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এ চক্রটি দীর্ঘদিন থেকে জালনোট তৈরী করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়