সজিব সরকার: মিয়ানমারে ভাগ্য পরিবর্তনের জন্য সুচিই তাদের শেষ ভরসা, মার্কিন ক’টনীতিক বিল রিচার্ডসন শুক্রবার এ কথা বলেন। এর এক দিন আগেই তিনি দেশটির নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির গঠিত রোহিঙ্গা প্যানেলের সমালোচনা করে পদত্যাগ করেন।
শুক্রবারে নিউ মেক্সিকোতে অবস্থানকালে তিনি রয়টার্সের সাথে ফোনালাপে বলেন, ‘পশ্চিমা বিশ্ব, মানবাধিকার সংগঠন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে মিয়ানমারের সম্পর্ক ভয়ানক। এবং আমি মনে করি সুচি তার দেশের অবস্থা সম্পর্কেও পুরোপুরি অবগত নয়, কারণ তিনি নিজ দেশের জনগনের খবর নিতে দেশ ভ্রমণ করেন না। তবুও আমার মনে হয়, একমাত্র তিনিই পারবেন দেশটিকে সঠিক পথ দেখাতে।’
তিনি আরও বলেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে অত্যাচারের জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে, যাদের অত্যাচারের ফলে প্রায় ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি চাইলে সেনাবাহিনীকেও সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন।’
উল্লেখ্য, সুচির নেতৃত্বে নৈতিকতার অভাব আছে বলে গত বৃহস্পতিবার সমালোচনা করেছিলেন বিল রিচার্ডসন। এছাড়া রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক প্যানেল গঠন করা হয়েছিল তার সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। তিনি ওই প্যানেলকে ধোঁকাবাজি বলেও উল্লেখ করেছিলেন। এত কিছুর পরেও সুচিকেই শেষ ভরসা মানছেন মার্কিন এই ক’টনীতিক। রয়টার্স