শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ইরানের ৮২ হাজার সেনা রয়েছে, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

রাশিদ রিয়াজ : জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, সিরিয়ায় ইরানের ৮২ হাজার সেনা রয়েছে। ড্যানন এ্ও দাবি করেন, সিরিয়ায় ইরানের সেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ বাবদ বছরে ৩৫ বিলিয়ন ডলার খরচ করছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তুলছে যার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইসরায়েল এবং এ ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি বলেও ড্যানন দাবি করেন। হারেৎজ

সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে মিঃ ড্যানন আরো বলেন, সিরিয়ার ৬০ হাজার সেনার পাশাপাশি আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান থেকে আগত ১০ হাজার শিয়া মিলিশিয়া রয়েছে। ৯ হাজার হিজবুল্লাহ সদস্য রয়েছে এবং ইরানের বিপ্লবি গাড বাহিনীর ৩ হাজার সদস্য রয়েছে।

ড্যানন বলেন, সিরিয়ায় এধরনের পরিস্থিতির দিকে বিশ্ব নজর না দিলে দেশটিতে ইরানের পক্ষ থেকে হুমকি আরো বাড়বে। এসব তথ্য সংগ্রহ করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলেও জানান তিনি। তিনি জানান, সিরিয়ায় ইরান এধরনের সামরিক শক্তি বৃদ্ধি করছে যার অন্যতম লক্ষ্য হচ্ছে জেরুজালেমকে আঘাত হানা। যে কোনো মুহূর্তে ইরান আঘাত হানতে সক্ষম।

একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানন ইরানের সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে পরমানু সমঝোতায় ৬ জাতির যে চুক্তি হয়েছে তারও বিরোধিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়