শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:১৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সঙ্গে প্রেমের গুজবকে আপত্তিকর বললেন হ্যালি

আনন্দ মোস্তফা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির মধ্যে রোমান্টিক সম্পর্ক বিদ্যমান ও তারা প্রেম করছেন বলে সম্প্রতি গুজব ছড়িয়েছে। যদিও হ্যালি বিষয়টিতে ভীষণ ক্ষুদ্ধ হয়েছেন এবং একে ‘অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য’ বলে অভিহিত করেছেন।

গুজবটি ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক বছরের হোয়াইট হাউসের অন্দরমহলের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প’ থেকে।

বৃহস্পতিবার মার্কিন রাজনৈতিক বিশ্লেষণধর্মী ম্যাগাজিন পলিটিকো’র 'ওমেন রুল পোডকাস্ট' বিভাগের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রভাবশালী এ কূটনীতিক ট্রাম্পের সাথে তার প্রণয়ের সমস্ত গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, ‘এটা একেবারেই সত্য নয়। বরং অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য।’

ফায়ার অ্যান্ড ফিউরি বইটিতে মার্কিন প্রশাসনের এক প্রভাবশালী নারী কূটনীতিকের সাথে ট্রাম্পের অবৈধ প্রণয়ের কথা উল্লেখ যিনি নিজেকে ট্রাম্পের পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে দেখছেন। দাপ্তরিক কাজের বাইরেও হ্যালি একান্তভাবে ট্রাম্পের সঙ্গে প্লেনে ও ওভাল অফিসে সময় কাটাচ্ছেন বলেও বইটিতে দাবি করা হয়।

এসব বিষয়ে প্রশ্ন করা হলে হ্যালি বলেন, 'আমি একবারই মাত্র প্রেসিডেন্টের সঙ্গে তার এয়ার ফোর্স ওয়ান প্লেনে চড়েছি এবং সেসময় রুমে তার সঙ্গে আরও অনেকে ছিল। তাছাড়া আমি ওভাল অফিসে কখনোই তার সঙ্গে একা দেখা করিনি।'

হ্যালে তার বিরুদ্ধে ছড়ানো এই গুজবকে অভিহিত করেছেন দৃঢ় মনোবলের নারীকে দেখে সইতে না পারা ক্ষুদ্র একটি দলের পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ হিসেবে। পলিটিকো

  • সর্বশেষ
  • জনপ্রিয়