শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:১৮ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে পর্দার বিধান ইসলামে

মুহাম্মাদ আবু আখতার: নারীদের ইজ্জত রক্ষায় পর্দার বিকল্প নেই। পর্দা মুসলিম নারীর পরিচয়ের প্রতীক এবং বখাটেদের উত্যক্তকরণ হতে হেফাজতকারী। আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন, হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের জিলবাবের (জিলবাব হচ্ছে বোরকা জাতীয় পোশাক যা দ্বারা সমগ্র শরীর ঢেকে রাখা যায়) কিছু অংশ নিজেদের (মুখমন্ডলের) উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সুরা আহযাব: ৫৯)
নারীদের সাধারণ অবস্থায় ঘরের ভিতরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। কেননা ঘরই নারীর আসল কর্মস্থল। আর নারীর ইজ্জতের নিরাপত্তার জন্য ঘরই প্রধান আশ্রয়স্থল। তবে কখনো কোন প্রয়োজনে বাইরে যেতে চাইলে পর্দা করে যেতে পারবে। কিন্তু নারীর প্রতি কেউ যেন কুদৃষ্টি নিক্ষেপ করার সুযোগ না পায় এ জন্য সাজসজ্জা করে নিজের রূপ সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে। জাহেলী যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। (সুরা আহযাব: ৩৩)
পর্দার অন্যতম একটি বিধান হচ্ছে গাইরে মাহরাম হতে দৃষ্টির হিফাজত করা। তাই মহান আল্লাহ তায়ালা গায়রে মাহরাম নর-নারীর পরস্পরের প্রতি কুদৃষ্টির ব্যাপারে নিষেধাজ্ঞারোপ করেন। আল্লাহ তায়ালা পুরুষদের ব্যাপারে বলেন, মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। এতে তাদের জন্য পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা জানেন। (সুরা নুর: ৩০)

নারীদের প্রতি পুরুষের কুদৃষ্টি দেয়া যেমন নিষিদ্ধ। তেমনি পুরুষদের প্রতিও নারীদের কুদৃষ্টি দেয়া নিষিদ্ধ। এছাড়া নারীদের জন্য গাইরে মাহরাম হতে পর্দা করা জরুরী। আল্লাহ তায়ালা এ সম্পর্কে সুরা নুরের পরবর্তী আয়াতে ইরশাদ করেন, ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের। সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র,স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। (সুরা নুর: ৩১)

অনেক মুজতাহিদ ইমামের মতে, নারীদের কণ্ঠস্বরও পর্দার অন্তর্ভুক্ত। কারণ তাদের সুমিষ্ট কণ্ঠ শুনে পুরুষরা ফেতনায় পড়তে পারে। তাই নারীদেরকে কোমল ও আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে নিষেধাজ্ঞারোপ করে আল্লাহ তায়ালা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথাবার্তা বলবে। (সুরা আহযাব: ৩২)

একমাত্র পর্দার হুকুম যথাযথভাবে মেনে চলার মাধ্যমে নারী পুরুষের পরস্পরের প্রতি কুদৃষ্টি, কুচিন্তা ও অবৈধ প্রেমালাপ প্রতিরোধ করা যেতে পারে। আর এভাবেই নারীদের ইজ্জতের পরিপুর্ণ হেফাজত সম্ভব হতে পারে। এছাড়া অন্য কোন পথে নারীর ইজ্জতের হেফাজত সম্ভব নয়। লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়