শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ মিলিয়ন ইউরো নিয়ে ঝাঁপিয়ে পড়বে রিয়াল

ডেস্ক রিপোর্ট : নিশ্চিত থাকুন, আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজার এক রিয়াল মাদ্রিদই গরম করে ফেলবে! মাদ্রিদ জায়ান্টদের নতুন খেলোয়াড় ক্রয়ের পরিকল্পনা অন্তত সে কথাই বলছে। রিয়ালের মুখপাত্র হিসেবে পরিচিত স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার খবর, গ্রীষ্মের দলবদলে নতুন খেলোয়াড় ক্রয়ে অন্তত ৩০০ মিলিয়ন ইউরো ঢালবে মাদ্রিদ জায়ান্টরা!

মৌসুমের অর্ধেক যেতে না যেতেই লিগ শিরোপার আশা শেষ। শেষ হয়ে গেছে রিয়ালের কোপা ডেল রের শিরোপার আশাও। পুঁচকে লেগানেসের কাছে হেরে ছিটকে পড়েছে দৈত্য রিয়াল। তারপরও রিয়াল পাকা সিদ্ধান্ত নিয়েছে, জানুয়ারির চলমান শীতকালীন উইন্ডোতে কোনো খেলোয়াড় কিনবে না। তাদের সব পরিকল্পনা গ্রীষ্মের দলবদলকে কেন্দ্র করে।

২০১৩ সালে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর পর থেকে বড় কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেনি রিয়াল। মার্কার দাবি, গত ৪ বছরের ঘাটতিটা গ্রীষ্মেই পুষিয়ে ফেলবে রিয়াল। গত গ্রীষ্ম থেকে শুরু করে এ পর্যন্ত নতুন খেলোয়াড় ক্রয়ের পেছনে মোট ৩২৪.৮ মিলিয়ন ইউরো ঢেলেছে বার্সেলোনা। গ্রীষ্মের দলবদলে এর পাল্টা জবাব দেওয়ার কথাই ভাবছে রিয়াল।

মার্কার দাবি, রিয়ালের তহবিলেও এখন নগদ টাকার অভাব নেই। প্রথমত, গত ৪ বছরে খেলোয়াড় ক্রয়ের পেছনে তেমন টাকা ঢালেনি। উল্টো দিকে মেসুত ওজিল, স্যামি খেদিরা, আলভারো মোরাতা, হামেস রদ্রিগেজদের মতো তারকাদের বিক্রি করে রিয়ালের তহবিলে জমা হয়েছে মোটা অঙ্কের টাকা।

তাছাড়া গত দুই বছরেই ৮টি শিরোপা জিতেছে রিয়াল। গত ৪ বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাই জিতেছে ৩ বার। এসব শিরোপা জয়ের প্রাইজমানি হিসেবেও পেয়েছে মোটা অঙ্কের টাকা। সব টাকাই ক্লাবের তহবিলে জমা।

রিয়াল নগদ অর্থের দিক থেকে এখন কতটা শক্তিশালী সেটা একটা তথ্যেই স্পষ্ট। ২০১৭ সালেই সব খরচ বাদ দিয়ে রিয়ালের নীট উদ্বৃত্ত ১৭৮ মিলিয়ন ইউরো। উদ্বৃত্তের এই অঙ্কটা ক্লাব রিয়ালই জনসমক্ষে প্রকাশ করেছে। প্রকৃত অঙ্কটা তাই আরও বেশি বলেই ধারণা। ৪ বছরে অঙ্কটা কত বড়, অনুমান করাই যায়।

তহবিলে জমা এই টাকা নিয়েই গ্রীষ্মের দলবদল বাজারে ঝাপিয়ে পড়বে তারা। টাকার বস্তা নিয়ে কাদের পেছনে ছুটবে, তার একটা প্রাথমিক তালিকাও করে ফেলেছে বিশ্বসেরা রিয়াল। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ট নেইমারই লস ব্লাঙ্কোসদের ‘প্রধান টার্গেট’।

এছাড়া তাদের রাডারে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কি, চেলসির বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ড, টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন, ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়া, ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিরা।

সুতরাং গ্রীষ্মের দলবদল বাজার যে রিয়ালময় হয়ে উঠবে, তা অনুমান করতে কষষ্ট হওয়ার কথা নয়। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়