শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোশাররফ হোসেনকে পুরস্কৃত করেছে সরকার

জাফর আহমদ: পদ্মাসেতু প্রশ্নে সরকারের বিরুদ্ধে অপবাদ দয়ে হয়েছিল। মোশাররফ হোসেন ভুঁইয়াকে জেল খাটতে হয়েছিল। পরে বিশেষ ওই মহল সফল হয়নি। বাংলাদেশ এখন নিজ সক্ষমতায় পদ্মা সেতু তৈরি করছে। মোশাররফ হোসেন ভূঁইয়াকে রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বানানোর মধ্য দিয়ে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আ. রাজ্জাক। এ সময় ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁও-এ আন্তর্জঅতিক কাস্টম দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও এফবিসিসআই এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজস্ব আদায়ের হার বৃদ্ধি করতে হবে। দেশে যাতে অনাকাঙ্খিত পণ্য প্রবেশ না করতে পারে এ জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামীতে রাজস্ব আদায় গৌণ হয়ে যাবে। তখন হয়তো অনাঙ্কিত মালামাল দেশে প্রবেশ রোধে সতর্ক থাকতে হবে এবং তা থেকে দেশের অনেক আয় হবে। সাম্প্রতিক সময়ে রাজস্ব বৃদ্ধির যে ইতিবাচক পরিবর্তন হয়েছে তা দেশের তরুন ব্যবসায়ীদের অবদান।

ড. মো. আ. রাজ্জাক বলেন, নিজস্ব পণ্যকে সুরক্ষা দেওয়ার জন্য চীন ও দক্ষিন এশিয়ার মধ্যে ভারতসহ অন্যান্য দেশ উদ্যেগ নিয়েছে। তারা নিজস্ব পণ্যকে সুরক্ষা করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আমাদেরও তাই করতে হবে। নিজস্ব সম্পদকে সর্বোচ্চ ব্যবহারে যে নীতি কৌশল রয়েছে তা বাস্তবায়নে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মনোযোগি হওয়ার আহবান জানান তিনি। এক শ্রেণীর ব্যবসায়ী অভার ইনভয়েজ, আন্ডার ইনভেয়জের মাধ্যমে কানাডায় সম্পদ গড়েছে। সম্পদ পাচার রোধে এ সব পাচার রোধে এনবিআর নতুন চেয়ারম্যানকে মনোযোগি হওয়ার জন্য আহবান জানান।

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশে বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ জন্য অনেক টাকা প্রয়োজন। এ জন্য রাজস্ব আদায়ের গড়িবৃদ্দির সাথে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা জন্য পরামর্শ দেন।
##

  • সর্বশেষ
  • জনপ্রিয়