শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে নয়, বাংলাদেশকে মিষ্টিমুখ করালো ভারতীয় সেনা

আশিষ গুপ্ত, নয়াদিল্লি :  অব্যাহত সংঘর্ষ বিরতি লঙ্ঘন ৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনা ছাউনিতে একের পর এক হামলা ৷ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে এই উত্তপ্ত সম্পর্কের জেরে এবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সীমান্তে পাক সেনাদের মিষ্টি বিতরণ থেকে বিরত ভারত ৷ এক প্রতিবেশীর সঙ্গে না হলেও আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ৬৯ তম প্রজাতন্ত্র দিবসের আনন্দ ভাগ করে নিল ভারতীয় সেনারা ৷

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফুলবাড়ি সীমান্ত পোস্টে ভারতীয় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে মিষ্টি তুলে দেন ৷ দুই দেশের সেনার মধ্যে সৌজন্যমূলক মিষ্টি বিতরণ আন্তর্জাতিক সম্পর্কে অন্য মাত্রা আনল ৷ প্রত্যেক বছর পাকিস্তানসহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশের জওয়ানদের মিষ্টি বিতরণ করে প্রজাতন্ত্র দিবস পালন করে বিএসএফ। এবার এই কর্মসূচির তালিকা থেকে বাদ পড়েছে পাকিস্তান ৷

নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার পাক হামলার জেরে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিষ্টি বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত ৷

বিএসএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবারই ভারত পাকিস্তানকে জানিয়ে দেয় এবার সীমান্তে কোনওরকম মিষ্টি বিতরণের মতো সৌহার্দমূলক অনুষ্ঠান হবে না ৷

অন্যদিকে, প্রতিবেশী বাংলাদেশের সীমান্তরক্ষীদের প্রতিবারের মত এবারও মিষ্টি খাইয়ে করে প্রজাতন্ত্র দিবস পালন করে ভারতীয় বিএসএফ ৷

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস, দিওয়ালি- ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানের সময়েও এতদিন ধরে সীমান্তে ভারত-পাক দুই দেশের সেনা একে অপরকে মিষ্টি খাইয়ে এসেছে ৷ এবারই ছেদ পড়ল সেই পরম্পরায় ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়