শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের সময় ঘনিয়ে আসায় বিএনপি দিশেহারা: হানিফ

ফেনী প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সময় যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই দিশেহারা হয়ে পড়েছে।

শুক্রবার ফেনীর শহীদ জহির রায়হান হল মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের কার্যক্রমকে গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার মামলার বিষয় আদালতের। এতে সরকারের কোনো হাত নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের এ উন্নয়ন দেখে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সহায়ক সরকার বলে কোনো সরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথা সময়েই নির্বাচন হবে। আশা করি সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে ও দফতর সম্পাদক শহীদ খোন্দকার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা পরিষদের সদস্য আজিজ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, খায়রুল বাশার মজুমদার তপন, সদস্য ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্যাহ, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, বাংলাদেশ ছাত্রগীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাইফ উদ্দিন নাসের ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মী সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়