শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৪২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিসে বন্যা আশংকায় লুভর মিউজিয়াম থেকে সরানো হচ্ছে মুল্যবান শিল্পকর্ম

মরিয়ম চম্পা: ফ্রান্সের রাজধানী প্যারীসে বন্যা আশংকায় লুভর মিউজিয়াম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মুল্যবান সমগ্রী। অতি বিষ্ট্রিপাতের কারণে ইতোমধ্যে দেশটিতে জরুরী সতর্কতা জারি করেছে জলবায়ু অধিদপ্তর।
সমুদ্রতীরবর্তী লুভর মিউজিয়াম অনেকটা বন্যা ঝুকিতে রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। প্যারিস সরকারের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, লুভরের আশেপাশের প্রায় শতাশীক পরিবারকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে প্যারিসের অস্ট্রেলিজ ব্রিজের পশ্চিম শহরের বাধ ভেড়ে প্রায় ১৮ ফিট উচ্চতায় শহরে পানি প্রবেশ করে।
শনিবারের মধ্যে এই পানির পরিমান ২০ ফিট উচ্চতায় রুপ নিতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা কর্তৃপক্ষ। লুভরের নিরাপত্তা কর্মীরা জানায়, ২০১৬ সালের জুন মাসে হওয়া আকস্মিক বন্যায় লুভর মিউজিয়াম সহ অন্যান্য স্মৃতিসৌধগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। প্যারিস পুলিস জানায়, প্যারিসের নদী তীরবর্তী অঞ্চলের প্রায় ৩৯৫ ব্যক্তিকে পানি বন্ধিদশা থেকে উদ্ধার করে নিরপদে রাখা হয়েছে।
সাহায্যকারী সংস্থা মিটিও ফ্রান্স জানায়, শীতকালীন বরফ গলা পানি এই বন্যার জন্য বহুলাংশে দায়ী। এছাড়া প্যারিসে এখন বৃষ্টি পাতের পরিমান স্বাভাবিকের চেয়ে দিগুন রয়েছে। তবে পানির পরিমান বৃদ্ধি পেলে উত্তর ও পূর্বাঞ্চলগুলো অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রান্সের প্রায় ১৩ টি অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত লুভরের ইসলামিক আর্ট বিভাগ দর্শনার্থীদের প্রবেশের জন্য বন্ধ রাখা হবে। গত দুই বছর আগে বন্যার কারণে চার দিনের জন্য লুভর মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল। ডেইলি মেইল
প্যারিসে ২০১৮ সালের এই বন্যা পরিস্থিরি রেকর্ড ভেঙ্গেছিল ১৯১০ সালের ভয়াবহ বন্যায়। এসময় ২৮ ফিট পানির উচ্চতায় প্যারিসের অধিকাংশ অঞ্চল ডুবে গিয়েছিল। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়