শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া খবরে স্টারজনের কাছে ক্ষমা চাইলো স্কটিশ ডেইলি মেইল

মরিয়ম চম্পা : ইউনিয়ন ফ্ল্যাগ নিয়ে ভুয়া খবর প্রকাশের জন্য স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজনের কাছে ক্ষমা চাইলো স্কটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। গত সপ্তাহে স্কটিস ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের রানী এলিজাবেথের ২১ এপ্রিল ৯২তম জন্মদিনকে কেন্দ্র করে রাজকীয় আয়োজন উপলক্ষে মিসেস স্টারজোন স্কটল্যান্ডে প্রথামত ইউনিয়ন ফ্ল্যাগ উড়ানো নিষিদ্ধ করেছেন।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও বলা হয়, ২০১০ সালে তৎকালীন ফাস্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ডের পথই যেন অনুসরণ করছেন নিকোলা। এই প্রতিবেদনের প্রতিবদে টুইট বার্তায় মিসেস স্টারজোন বলেন, পুরো সংবাদই মিথ্যা ও ভূয়া। রানীর জন্মদিনে ইউনিয়ন ফ্লাগ উড়ানো নিয়ে এ জাতীয় কোন ঘোষণা বা নির্দেশনা দেওয়া হয়নি। সংবাদপত্রগুলোকে তাদের সংবাদ পরিবেশনের বিষয়ে আরও সাবধান ও সচেতন হওয়া উচিত। এবং তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
ক্ষমা ও সংসোধন করে দ্য স্কটিশ ডেইলি মেইল জানায়, আমরা স্পষ্টতই খুব খুশি স্কটিশ ফাস্ট মিনিস্টার তার সিদ্ধান্ত পরিবর্তন করে রানীর জন্মদিনে ইউনিয়ন ফ্লাগ উড্ডয়ন করবেন। আমরা জানি যে, নিকোলা স্টারজন কোন বিতর্কিত নীতি গ্রহণ করবেন না এবং স্কটিশ প্রটোকল ও অনার্স টিমকে নিকোলা ২০১৮ সালে ইউনিয়ন পতাকা উড়ানো নিয়ে কোন প্রকার নির্দেশনা দেননি। জাতীয় স্বার্থের বিষয় বিবেচনা করে আমরা আবারও ক্ষমা প্রার্থনা করছি। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়