শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুদানে চীন ও বাংলাদেশের শান্তিরক্ষীদের যৌথ মহড়া

মাছুম বিল্লাহ : জরুরি মুহূর্তে যৌথভাবে কাজ করার সুবিধার্থে দক্ষিণ সুদানে (ওয়াউ) যৌথ প্রতিরক্ষা মহড়ায় অংশ নিয়েছে অষ্টম চীনা শান্তিরক্ষী প্রকৌশলী দল ও বাংলাদেশের শান্তিরক্ষী পদাতিক ব্যাটালিয়ন।

সম্প্রতি দক্ষিণ সুদানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে বহুদিন ধরে গোলাগুলি চলছে। সামাজিক অবকাঠামো ভেঙ্গে পড়েছে, স্থানীয় সম্প্রদায়গুলোর মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব বাড়ছে। সব মিলিয়ে বহু মানুষ হতাহত হয়েছে এবং ভয়ঙ্কর ডাকাতির ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে, জরুরি মুহূর্তে একসাথে কাজ করার সুবিধার্থে এবং প্রতিরক্ষা ও নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়ানোর জন্যই যৌথ মহড়ায় অংশ নেয় চীনা শান্তিরক্ষী প্রকৌশলী দল ও বাংলাদেশের শান্তিরক্ষী পদাতিক ব্যাটালিয়ন।

একটা নির্মাণ স্থলকে কেন্দ্র করে যৌথ মহড়া হয়। মহড়ায় বাংলাদেশ পদাতিক যুদ্ধ যানগুলোর পাহাড়ায় দ্রুততম সময়ে যুদ্ধের প্রস্তুতি নেয় চীনা শান্তিরক্ষীরা।

চীনা শান্তিরক্ষী দলটি গত সেপ্টেম্বরে মিশনে যোগ দিয়েছে। মূলত সড়ক, ব্রিজ, বিমানবন্দর, ব্যারাক, বাঙ্কার, পানি সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নির্মাণ করাই তাদের কাজ। এছাড়া শান্তিরক্ষায় নিযুক্ত অন্যান্য বাহিনীকে প্রকৌশল সহায়তাও দিচ্ছে তারা।- সাউথ এশিয়ান মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়