শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডার বিক্রিতে নিয়ম মানা হচ্ছে না

আব্দুম মুনিব. কুষ্টিয়া : কুষ্টিয়ায় পাইকারী ছাড়াও অলিগলিতে বিভিন্ন মুদি দোকানে যত্রতত্র বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও কুষ্টিয়াতে তা মানা হচ্ছে না। বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স ছাড়াও জেলা প্রশাসকের এনওসি কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক থাকলেও জেলার অধিকাংশ দোকানের এধরনের কোন লাইসেন্স নেই।

খোঁজ নিয়ে দেখা গেছে, কুষ্টিয়ায় মুদি দোকান থেকে শুরু করে ক্রোকারিজ ফার্মেসি কিংবা ফাস্টফুডের দোকানেও যত্রতত্র বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার। অথচ এসব দোকানিদের নেই কোন অনুমোদন। বিস্ফোরক কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র থাকার কথা থাকলেও কোনো বৈধতাই নেই তাদের। শুধু তাই নয়, ব্যবহার বিধিও খুব একটা জানা নেই বিক্রেতাদের। ফলে দুর্ঘটনার আশংকা থাকছে প্রতিনিয়ত। যদিও এসব বিক্রেতারা মনে করেন অনুমোদনের বিষয়টি তাদের জানা নেই।

কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, সব শর্ত মেনে বহু অর্থ খরচ করে লাইসেন্স করেছি। পরে দেখা গেলো আমার প্রতিষ্ঠানের আশেপাশে ব্যাঙের ছাতার মত গজে উঠেছে এসব ব্যবসা। তাদের বৈধ কোনো অনুমোদনও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না হলে এ ব্যবসা চালিয়ে যাওয়া দায় হয়ে পড়বে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, কুষ্টিয়ার অলিতে গলিতে যত্রতত্রভাবে চলছে গ্যাস সিলিন্ডারের রমরমা ব্যবসা। অনেকেরই নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র। তবে আমাদের পক্ষ থেকে শিগগিরই অভিযান পরিচালনা করব।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান জানান, নিয়মের বাইরে থেকে যারা এলপি গ্যাসের ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়