শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখীপুরে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি স্থগিত

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলার সদ্য ঘোঘিত ছাত্রলীগের আহবায়ক কমিটি কেন্দ্র থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে অর্ধ দিবস হরতাল পালন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হয়। হরতাল চলাকালে উপজেলা সদরের তালতলা চত্বরে আন্দোলনকারী ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় উপজেলার সকল দোকানপাট বন্ধ ছিল।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর কুশপুত্তলিকা দাহ করে। তাকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে আন্দোলনকারী ছাত্রলীগের নেতাকর্মীর সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রলীগ নেতা মির্জা শরীফ।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আমরা সখিপুরে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিলাম। সেখানে অনেককেই রাখতে পারিনি। তারা আন্দোলন করেছে। কেন্দ্র থেকে কমিটি স্থগিত ঘোষণা করেছে। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা নিয়েই আমরা কাজ করব।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ছাত্রলীগ নেতা সজীব হোসেনকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এটি বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে ছাত্রলীগের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে আন্দোলনের ডাক দেয়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়