শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে বিক্রি করা অর্থ দিয়ে নেইমারকে কিনতে চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক: রোনালদোকে বিক্রি করবে রিয়াল। আর বিক্রয়ের অর্থ দিয়ে নেইমারকে কিনবে স্প্যানিশ এ ক্লাবটি। এমনটিই জানিয়েছে ফ্রান্সের সংবাদপত্র এল ইকুইপ। অন্যদিকে নিজের পারিশ্রমিক কমিয়ে হলেও রিয়ালে খেলতে চান ব্রাজিল তারকা নেইমার। এমন কথাটিও জানিয়েছে ফ্রান্সের এ সংবাদপত্রটি।

ইতিমধ্যে নেইমার পিএসজি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কয়েকমাস আগে ১৯৮ মিলিয়ন ইউরোর রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে তাকে কেনে পিএসজি। আর এ গ্রীষ্মেই পিএসজি ছেড়ে বার্নাব্যুতে যেতে চান নেইমার। এজন্য পারিশ্রমিক কমাতেও রাজি এ তারকা।

বর্তমানে পিএসজিতে বছরে ৩৩ মিলিয়ন ইউরো আয় করেন নেইমার। সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির পর বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নেইমার। আর রিয়াল মাদ্রিদে বছরে ১৮.৫ মিলিয়ন ইউরো আয় করেন রোনালদো।

নেইমারকে দলে নেয়া হবে কি না এ ব্যাপারে রিয়ালের কোচ জিদানকে প্রশ্ন করা হলে বলেন, ‘নেইমার? আমি এমন খেলোয়াড় নিয়ে কথা বলতে চাই না যে আমার দলের নয়।’ জিদান আরো বলেন, ‘সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাকে সবাই পছন্দ করে।’

এ সংবাদপত্রটি আরো জানায়, রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি নেইমারকে দলে নেয়ার জন্য রোনালদোকে পিএসজির কাছে বিক্রি করতে ইচ্ছুক। যদি সেটা না হয় তবে রোনালদোকে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করতেও রাজি রিয়াল। যে অর্থে রোনালদোকে বিক্রি করা হবে সেটা নেইমারকে কেনার পেছনে খরচ করবে রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়