শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাইকারীর চাপাতির কোপে ব্যবসায়ী নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর সায়দাবাদ রেললাইনের স্বামীবাগ রেলক্রসিংয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন ওয়ার্কশপ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রেল ক্রসিংয়ে হেটে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে আক্রমণ করেন।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৫)। খুলনার সোনাডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

জানা যায়, শুক্রবার ভোরে রেল ক্রসিংয়ে হেটে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী ইব্রাহিমকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকলে গুরুত্বর রক্তাতাবস্থায় সেখান থেকে দৌড়ে কাছাকাছি একটি হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের গেইটে পড়ে যান। তারপর ওয়ারি পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম তাকে সেখান থেকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইব্রাহিমের মামা বাদল বলেন, ইব্রাহিম গত দুদিন আগে ব্যবসার কাজে ঢাকায় এসে নবাবপুর হোটেলে উঠেছিল। ব্যবসায়িক কাজে বৃহস্পতিবার সে নারায়ণগঞ্জ গিয়েছিল। নারায়ণগঞ্জ থেকে ফিরার পথে সে ছিনতাইকারীদের কবলে পড়ে।

ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিঞা জানান, ইব্রাহিমের মৃতদেহটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ছিনতাইকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওয়ারি পুলিশ ফাঁড়ির এসআই শরীফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়