শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:০৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহ ঘুরলেই দ্বার খুলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮

হ্যাপী আক্তার : সপ্তাহ ঘুরলেই দ্বার খুলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। একুশ আর একাত্তরের চেতনায় এ মেলাকে ঘিরে তাই বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে এগিয়ে চলছে সব ধরনের প্রস্তুতি। দাঁড়িয়ে গেছে অধিকাংশ স্টলের কাঠামো। গত বছরের চেয়ে এবার পরিধি বাড়ছে মেলার, আর তাই মানের দিকে নজর দিয়ে যথাসময়ে কাজ শেষ করার তোড়জোড় আয়োজকদের। বইপ্রেমিদের সমাগমে প্রথম দিন থেকেই জমে উঠবে এবারের মেলা আশাবাদ প্রকাশকদের।

হাতুড়ি-বাটালি আর পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ। বাঁশ, কাঠ আর প্লাইউড দিয়ে চলছে কাঠামো নির্মাণের কাজ। কোথাও আবার চলছে রং, গাঁথুনি আর স্টলগুলোর নাম-ফলকের কাজ। উপলক্ষ্য ভাষার মাসের প্রথম দিনে শুরু হওয়া বাঙালি সংস্কৃতির এক অনবদ্য উৎসব অমর একুশে বইমেলার। এখন তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মাঠে উৎসবের এই সাজ চলছে বেলা পেরিয়ে রাত অবধি।

বই মেলার স্টল নির্মাণে কাজ করা শ্রমিকরা জানান, ৪০ ভাগের মতো কাজ বাকি রয়েছে। আশাকরি দুই চার-দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। অন্য আরেক স্টলের কর্মীরা জানান, আমরা অধিক লোকজন নিয়ে দ্রুত কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই কাজ শেষ করতে পারবো।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড.জালাল আহমেদ বলেন, অমর একুশের বই মেলার পরিধি যত বাড়বে, বই মেলার যে মূল বার্তা অসাম্প্রদায়িকতায় সেটা আরো বেশি শক্তিশালী হবে। এই মেলার মধ্য দিয়েই আমাদের সংস্কৃতির মর্যাদা ও মানের একটি ভালো পর্যায়ে যেতে পারে।

সময় প্রকাশের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, এই বই মেলা পরিসর বৃদ্ধি পাওয়ার পর, এই যে সুফলটা শুধুই প্রকাশকরা বা এখানের যারা অংশগ্রহণ করবেন বিক্রেতারা তারাই শুধু পাবে তা কিন্তু নয়। এই সুফলটা পাঠক,দর্শকরাও পাবেন।

এ বছর শুধুমাত্র অমর একুশে গ্রন্থমেলা নয়, একই সঙ্গে বড় আকারে হতে চলেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়