শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রধানমন্ত্রী যে তাদের ‘গাধা’ বলেননি, তাতে নিশ্চয়ই তারা খুব খুশি হয়েছেন’

রবিন আকরাম: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন লেখকের নিরব ভুমিকা পালন এবং প্রত্যাশা অনুযায়ী কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মর্তুজা। আমাদেরসময় ডট কম-এর পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

তিনি তার ফেসবুকে লিখেছেন- দোষটা ড.মুহম্মদ জাফর ইকবালের নয়। দোষটা ‘প্রত্যাশা’র, দোষটা আমার বা আমাদের। যারা তার কাছে প্রত্যাশা করি বা করতাম।
বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করে দেয়ার জন্যে রাষ্ট্রপতিকে কি বলে কৃতজ্ঞতা জানাবেন,ভাষা খুঁজে না পেলেও- লিখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রড দিয়ে পিটিয়ে আহত করা, ছাত্রীদের কিল-ঘুষি-লাথি এবং যৌন নিপীড়ন নিয়ে, কৃতজ্ঞতা জানানোর মত কাউকে সম্ভবত খুঁজে পাচ্ছেন না, কিছু লিখছেনও না। জাফর ইকবাল প্রসঙ্গে ইদানিং আমার বারবার ‘নিরোর বাঁশি’ বাজানোর কথা মনে পড়ে।

একজন জাফর ইকবালের কথাই বা বলছি কেন! অধ্যাপক মনজুরুল ইসলাম পানিতে নেমে লুঙ্গি না ভিজিয়ে লিখেছেন, তাও তো লিখেছেন!! অন্যরা? ‘উন্নয়ন’র মহাসড়কের মাঝখান দিয়ে হাঁটছেন, তাদের পড়নে যে পোষাক নেই- তা বোঝার বোধও হারিয়ে ফেলেছেন।

প্রধানমন্ত্রী যে তাদের ‘গাধা’ বলেন নি, তাতে নিশ্চয়-ই তারা খুব খুশি হয়েছেন! তারা এখনও কেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না, বুঝতে পারছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়