শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:১৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পুকুরিয়ায় কয়লা খনি এলাকায় ৫টি গ্রামের বাড়িঘরে ফাটল (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণকৃত এলাকার বাইরে, নতুন পাঁচটি গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, কয়লা খনিতে বিভিন্ন সময়ে বিস্ফোরণের ফলে যে কম্পন হয়, তাতে এই ক্ষতি। প্রশাসন ও সংশ্লিষ্টরা বলছেন, এমন অভিযোগের ভিত্তিতে নতুন করে সার্ভে শুরু হয়েছে। দেয়া হবে সহায়তাও।

কোথাও ঘরের দেয়াল, কোথাও ছাদ, ফাটলের চিহ্ন প্রায় সবখানেই। এই দৃশ্য এখন দিনাজপুরের পার্বতিপুর উপজেলার ৫টি গ্রামে। স্থানীয়দের দাবি, বড়পুকুরিয়া কয়লা খনির সম্প্রসারিত এলাকায় জরিপ চালানোর জন্য, ভূগর্ভে বিস্ফোরণ ঘটানো হয়। যার প্রভাব পড়ছে আশেপাশের এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, শুধু বাড়িঘর নয়; ফাটল দেখা দিয়েছে আবাদি জমিসহ নানা স্থাপনায়। প্রকল্প কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতি পূরণ দেয়া হবে।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, জোন সম্প্রসারণের ক্ষেত্রে সার্ভে চলছে। কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে বলে সংবাদ এসেছে।

এর আগে ২০১০ সালে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে দেবে যাওয়ায় আবাদি জমি ও ক্ষতিগ্রস্ত বসতবাড়িসহ ৬৪৬ একর জমি অধিগ্রহণে ১৯১ কোটি টাকা অনুমোদন দেয় সরকার। কিন্তু, নতুন যে ফাটল দেখা দিয়েছে, তা এসব এলাকার বাইরে। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়