শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়া ও জাপানে কয়লা রপ্তানি করেছে উত্তর কোরিয়া: গোয়েন্দাসূত্র

সান্দ্রা নন্দিনী: উত্তর কোরিয়া গতবছর রাশিয়ার কাছে জাহাজে করে যে পরিমাণ কয়লা সরবরাহ করেছিল, তা পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ও জাপানকে হস্তান্তর করা হয়েছে। ওয়েস্টার্ন ইউরোপিয়ানের তিনটি গোয়েন্দাসূত্র গুরুতর এ অভিযোগটি সুনিশ্চিত করেছে। এর প্রেক্ষিতে, বুধবার উত্তর কোরিয়ার কয়লা গতবছরের সেপ্টেম্বরে রাশিয়া বন্দরে সরবরাহে অভিযুক্ত একটি জাহাজের মালিকানা কেড়ে নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতবছরের আগস্ট মাসে উত্তর কোরিয়াকে নতুন করে চাপে ফেলতে দেশটির ওপর কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। কেননা, কয়লা দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রার উৎস।

তবে, নতুন নিষেধাজ্ঞা জারির পর থেকে এপর্যন্ত কমপক্ষে তিনবার রাশিয়ার ‘নাখোদকা’ ও ‘খোলমস্ক’ বন্দরে জাহাজে করে কয়লা সরবরাহ করেছে ‘সমাজতন্ত্রঘেঁষা’ বলে অপবাদ পাওয়া উত্তর কোরিয়া। এরপর সেখানেই কয়লা খালাস করে সেগুলো আলাদা আলাদা জাহাজে তুলে দক্ষিণ কোরিয়া ও জাপানে পাঠাতে দেখা গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্রগুলো। তাছাড়া গতবছরের অক্টোবরে কয়েকটি কার্গো জাহাজকে উত্তর কোরিয়া ও জাপানে নোঙর করতে দেখা গেছে বলেও নিশ্চিত করে তারা। অবশ্য, রাশিয়ার পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করা হয়নি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়