শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১১:০৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন চৌধুরী স্মরণে ১৪ দলের শোকসভা

ডেস্ক রিপোর্ট : আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ২টায় ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রাম ১৪ দলের বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত জননেতা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে চট্টগ্রাম ১৪ দলের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, উক্ত শোকসভায় কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়ক  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম , সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রকাশ করেছেন। এছাড়া কেন্দ্রীয় ১৪ দলের দিলীপ বড়ুয়া, ড. আনোয়ার হোসেন, নজিবুল বশর মাইজভাণ্ডারী এম.পি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম ১৪ দলের প্রাণশক্তি সদ্য প্রয়াত জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র শোকসভা কোন আনুষ্ঠানিকতা নয়, এই আয়োজন প্রয়াত জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র রাজনৈতিক জীবন-দর্শনকে উপলব্ধি করে দেশকে উজ্জীবিত করার উদ্যোগ।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, জাসদ কেন্দ্রীয় নেতা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, ইন্দুনন্দন দত্ত, আবু বক্কর ছিদ্দিক, জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির শরীফ চৌহান, গণতন্ত্রী পার্টির তাজের মুল্লুক, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, জাসদের ভানু রঞ্জন চক্রবর্ত্তী, মহাবুবুল হক, আবদুল লতিফ, তরিকত ফেডারেশনের কাজী আহসানুল মোরশেদ কাদেরী, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, মহানগর আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, ন্যাপের বাপন দাশগুপ্ত, মিটুল দাশগুপ্ত, মহানগর আওয়ামী লীগের হাজী বেলাল আহমদ, সমীরণ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্তক্রমে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে বেলা ২টার মধ্যে লালদিঘী ময়দানে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়