শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফিরতে চায় না মুক্তামনি

ইমতিয়াজ মেহেদী হাসান : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মাসের ছুটি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কামারবায়সার নিজ গ্রামে ফিরেছিল রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি। তবে সময় পার হলেও সহসা চিকিৎসা নিতে ফিরছে না সে।

মুক্তামনি জানায়, ঢাকায় তো অনেক দিন কাটালাম। সেখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না। ওখানে আর কী করতে যাবো। আর রাস্তার যা বাজে অবস্থা। বাড়ি আসতে অনেক কষ্ট হয়েছিল। আমি আর ঢাকা যেতে চাচ্ছি না। আর আব্বুর সাথে ডাক্তার আঙ্কেলদের কথা হয়েছে। তারাও একটু গরম পড়লে ঢাকায় যেতে বলেছেন।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন বলেন, ডাক্তারের অনুমতি নিয়ে গত ডিসেম্বরের ২২ তারিখ আমরা মুক্তাকে বাড়ি নিয়ে এসেছি। তারা আমাদের এক মাসের ছুটি দিয়েছিলেন। তারপরও প্রায়ই আমরা বার্ন ইউনিটের ডা. সামন্ত লাল সেন স্যারের সাথে ফোনে কথা বলি। বিভিন্ন পরামর্শ নিই। তিনি বলেছেন, শীতে হাসপাতালে ভিড় বেশি থাকে। তাই একটু গরম পড়লেই যেন আমরা যাই। তাছাড়া মুক্তাও ঢাকায় যেতে চাচ্ছে না।

তিনি বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টাটি করেছে। কিন্তু কোনো উন্নতি তো দেখছি না। ঢামেকে যেয়েও লাভ হবে কি না তাও বুঝতে পারছি না। তারপরও দেখি কী করা যায়। বর্তমানে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মুক্তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে।

মুক্তামনির ডান হাতে দেড় বছর বয়সে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে থাকে। এক পর্যায়ে হাতে বেঢপ আকৃতির ফোলাসহ গত ১২ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গণমাধ্যমে মুক্তামনির রোগ নিয়ে একাধিক খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এরপর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই গ্রহণ করেন মুক্তামনির চিকিৎসার দায়িত্বভার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়