শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোহানেসবার্গে চলছে বোলারদের একচেটিয়া রাজত্ব

[caption id="attachment_442591" align="alignnone" width="1400"] জোহানেসবার্গে উইকেট পাওয়ার আনন্দ ভাগাভাগি করছেন কোহলি ও বুমরাহ। ছবি: ক্রিকইনফো[/caption]

এ. জামান: জোহানেসবার্গে চলছে পেসারদের দুর্দান্ত দাপট। দু’দলের বোলাররাই যেন তাদের ভেলকি দেখাতে শুরু করেছেন। দুই দলই নেমেছে ৫ জন করে পেসার নিয়ে। তার ফলাফল ভালোভাবেই দিচ্ছে দুদলের বোলাররা। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ খুইয়ে বসেছে ভারত। ওয়ান্ডারার্সে চলছে তাদের লজ্জা এড়ানোর মিশন।

পাঁচ পেসার নিয়ে মাঠে নেমে সফল ভারতীয়রা। দক্ষিণ আফ্রিকার পেসে কোহলিরা গুটিয়ে গিয়েছিল ১৮৭ রানে। জবাব দিতে নেমে ভারতীয় পেসে নাকাল হতে হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকেও। এই সিরিজেই টেস্ট অভিষিক্ত জাসপ্রিত বুমরাহর বলে বেশি ভুগতে হয়েছে প্রোটিয়াদের। শেষ পর্যন্ত ভারতের চেয়ে মাত্র ৭ রানের লিড নিয়ে ১৯৪ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা।

ভারতের করা ১৮৭ রানের জবাব দিতে নেমে প্রথমদিনই ১ উইকেট হারিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম আউট হন মাত্র ২ রান করে। দ্বিতীয় দিনের শুরুতেই ডিন এলগারকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। নাইটওয়াচম্যান হিসেবে আগেরদিন উইকেটে নামা কাগিসো রাবাদা ৩০ রানে ফিরে যান।

প্রোটিয়া ব্যাটিংয়ে লড়াই করেছেন কেবল হাশিম আমলা। ৬১ রানে বুমরাহর বলে ফিরে যান। শেষের দিকে লড়াই জমিয়ে তুলেছিলেন ফিল্যান্ডার। ৫৫ বলে ৩৫ রানে আউট হয়ে যান তিনি বুমরাহর বাউন্সে। শেষ পর্যন্ত বুমরাহর ইকোনোমিক্যাল বোলিংয়ের সামনে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ভারত একটু কৌশলী হতে চেয়েছিল পার্থিব প্যাটেলকে ওপেনিংয়ে নামিয়ে। তবে ১৬ রান করেই ফিল্যান্ডারের বলে ফিরে যান তিনি। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ১৭ ওভার ব্যাটিং কওে ১ উইকেট হারিয়ে ৪৯ রান। মুরালি বিজয় ১৩ এবং লোকেশ রাহুল রয়েছেন ১৬ রানে অপরাজিত আছে।

দ্বিতীয় দিন শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ৪২ রানের। কাল বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে আবার তৃতীয় দিনের খেলায় মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়