শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের আরো দুটি জাতিগত গ্রুপ দেশজুড়ে যুদ্ধবিরতি চুক্তি (এনসিএ)-তে সই করার আগ্রহ প্রকাশের পর শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি দ্রুততর হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানী নেপিদো’তে স্টেট কাউন্সিলর অং সাং সু চি এবং সেনা কমান্ডার সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকের পর নিউ মন স্টেট পার্টি (এনএমএসপি) এবং লাহু ডেমক্রেটিক ইউনিয়ন (এলডিইউ) ঘোষণা করে যে তারা শিগগিরই এনসিএ-তে সই করবে। দুই দল থেকে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নাই হিথাউ মন-এর নেতৃত্বাধিন এনএমএসপি এবং কিয়া খুন সার-এর নেতৃ্ত্বাধিন এলডিইউ ‘ইউনাইটেড ন্যাশনালিটিস ফেডারেল কাউন্সিল (ইউএনএফসি)-র সদস্য। যেসব গ্রুপ এখনো যুদ্ধবিরতিতে সই করেনি তাদের প্রতিনিধিত্ব করছে ইউএনএফসি।

শান্তির পথে অগ্রগতি হওয়ায় সাংবাদিদের সঙ্গে কথা বলার সময় উল্লাস প্রকাশ করেন সু চি। তিনি সরকারের শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হওয়া দুই সশস্ত্র গ্রুপকে স্বাগত জানান।

সুচি বলেন, ‘ইউনিয়নের অস্তিত্ব রক্ষা, শান্তি ও উন্নয়নের জন্য আমরা যা করছি তা শুধু আমাদের জন্যেই নয়, এ কাজ আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও।’

নতুন দুই গ্রুপ যুক্ত হলে শন্তি প্রক্রিয়ায় যোগদানকারী সশস্ত্র গ্রুপের সংখ্যা ১০-এ দাঁড়াবে। নতুন দুই গ্রুপ একবিংশ শতাব্দির পাংলং শান্তি সম্মেলনের তৃতীয় অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পাবে।

মিয়ানমারের বিগত সরকারের আমলে ২০১৫ সালের অক্টোবরে আটটি জাতিগত সশস্ত্র গ্রুপ এনসিএ-তে সই করে। বর্তমান সরকারের আমলে ২০১৬ সালের আগস্ট এবং ২০১৭ সালের মে’তে দুই দফা শন্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী মাসে তৃতীয় সম্মেলনে অনুষ্ঠানের কথা রয়েছে।-সাউথ এশিয়ান মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়