শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার সৃজিতের নায়িকা জয়া আহসান

জাহাঙ্গীর বিপ্লব : পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখালেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। আর এই নতুন প্রকল্পতেও জয়া আহসানকেই নায়িকা হিসেবে চ‚ড়ান্ত করলেন তিনি। আপাতত এইটুকুই। চলচ্চিত্রটির নাম এবং বাদ বাকি পাত্র-পাত্রীর নাম পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করলেন সৃজিত মুখার্জি। তবে সৃজিত একা নয়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন তিনি।

এদিকে জয়া আহসান বর্তমানে সৃজিত মুখার্জিরই ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রের শুটিং করছেন কলকাতার বিভিন্ন লোকেশনে। জানা গেছে, এই চলচ্চিত্রটির শুটিং পর্ব শেষ করেই নতুন চলচ্চিত্রের কাজ শুরু করবেন জয়া।

উল্লেখ্য, দুই বছর আগে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনি’ চলচ্চিত্রে অভিনয় করে টালিগঞ্জের চলচ্চিত্রে বেশ একটা আলোড়ন তোলেন জয়া। তারপর থেকে সৃজিতের সঙ্গে মধুর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে জয়ার। সম্প্রতি সৃজিতের নতুন চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’য় জয়াকে নায়িকা করায় সৃজিত-জয়ার সম্পর্ক নিয়ে নানান কানাঘুষা চলে দুই বাংলায়। এমনকি তারা দুজন চুটিয়ে লিভ-টুগেদার করছেন বলেও অভিযোগ ওঠে। যদিও জয়া আহসান এ বিষয়টিকে নিছক গুজব বলেই উল্লেখ করেছেন গনমাধ্যমে।

কিন্তু লিভ-টুগেদার না চললেও তাদের সম্পর্ক যে কেবলমাত্র বন্ধুত্বের নয়, এরকম একটা আভাসও পাওয়া গেছে জয়ার বক্তব্য থেকে। আর নতুন চলচ্চিত্রের জন্য সবার আগে জয়া আহসানের বিষয়টি চ‚ড়ান্ত করায় দু’জনকে নিয়ে সৃষ্ট গুঞ্জণ যেন নতুন করে জল-ঘোলা করতে যাচ্ছে দুই বাংলায়।

সূত্র : আনন্দলোক

  • সর্বশেষ
  • জনপ্রিয়