আরিফ উদ্দিন, পলাশবাড়ী(গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে এক হাজার টাকার ১৯টি জাল নোটসহ চক্রের সদস্য ফুল মিয়াকে (৪২) হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ফুল মিয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত নূরুল ইসলাম সরকারের ছেলে।
থানা সূত্র জানায়, উপজেলার পবনাপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ নানা স্থানে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের জাল টাকার নোট চালিয়ে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে এস.আই তয়নের নেতৃত্বে এস.আই ফারুক, আব্দুর রউফ, সেলিম ও এএসআই এনামুল হক অভিযান চালিয়ে ফুল মিয়াকে তার বাড়ী থেকে হাতে-নাতে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়।
এ ব্যাপারে ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি