শিরোনাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে শ্রীলংকার কাছে বাংলাদেশের শোচনীয় হার

এল আর বাদল : হাথুরুসিংহের শ্রীলংকার কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আজকের ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।

এ ব্যাপারে বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, উইকেট পর্যবেক্ষণে ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। যার ফলে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি।
তিনি বলেন, এমন উইকেটে যে কোনো দলই ফিল্ডিং নেবে। জিম্বাবুয়ে ও শ্রীলংকার যে ম্যাচে ২৯০ ও ২৭৮ রান উঠেছে, বা বাংলাদেশ যে ম্যাচে ৩২০ রান তুলেছে, এটি সেই উইকেট ছিলোনা।"

তবে উইকেটের সমালোচনা করার পাশাপাশি হীরার মতে, কঠিন মুহূর্তে পরিস্থিতির সাথে মানিয়ে খেলার প্রবণতা নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের।

মাত্র ২৪ ওভার টিকতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশের সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় এটি নবম।
প্রত্যেক ব্যাটসম্যানের আউটের ধরণ পর্যবেক্ষণে তিনি বলেন, "সাকিব রান আউট হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ যে পুলটি করেছেন সেটি সরাসরি ফিল্ডারের হাতে পৌঁছেছে। সাব্বির এসেই রিভার্স সু্ইপ করার চেষ্টা করছিলো, সেসময় তো উইকেটে থিতু হবার কথা। শেষ পর্যন্ত সাব্বির আউট হলেন ডাউন দা উইকেটে খেলতে গিয়ে, যেটা দৃষ্টিকটু।"
ব্যাটসম্যানদের আরো বেশি ধৈর্য ধরার কথা জানান হীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়