শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ পর্ব শেষ করলো ঢাকা আবাহনী

স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত নিশ্চিত করেছিল দুদল। বৃহস্পতিবার স্বাধীনতা কাপে ঢাকা আবাহনী-শেখ রাসেলের ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। সেই লড়াইয়ে ঢাকা আবাহনী ১-০ গোলে জিতে হয়েছে ‘সি’ গ্রুপের সেরা।

‘সি’ গ্রুপ থেকে বিজেএমসির বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আবাহনীর বিপক্ষে ২-০ ও শেখ রাসেলের কাছে ২-১ গোলে হারতে হয়েছে দলটিকে। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা আবাহনী। ৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ শেখ রাসেল।

গ্রুপসেরা হয়ে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘শেষ আটে ওঠা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় খেলোয়াড়দের মধ্যে জয়ের ইচ্ছাশক্তি কিছুটা কম ছিল। তারপরও আমরা দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে খেলেছি। প্রতিপক্ষ তেমন সুযোগ পায়নি।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। বাঁ দিক দিয়ে কাওসার আলী রাব্বির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ার পা ছোঁয়াতে ব্যর্থ মিডফিল্ডার আলমগীর কবির রানা।

২৯ মিনিটে শেখ রাসেলের অরূপ বৈদ্যর ক্রসে মোহাম্মদ জাভেদের সাইড ভলি ক্রসবারের উপর দিয়ে যায়। ৪৫ মিনিটে ডান দিক থেকে আবাহনীর রায়হান হাসানের থ্রো থেকে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর হেড গোলরক্ষকের গ্রিপে।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে রাব্বির ভলি ফিস্ট করে ফেরান সুলতান আহমেদ শাকিল। ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ঢাকা আবাহনী। বাঁ প্রান্ত থেকে আবাহনীর এক খেলোয়াড়ের বাড়ানো ক্রস হেড করে গোলরক্ষককে দিতে চেয়েছিলেন সবুজ। কিন্তু বর্ষীয়ান গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় বল তাকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

১ গোলে পিছিয়ে থেকে শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি। শফিকুল ইসলাম মানিকের দলকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়