শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সীমান্ত বিরোধ জাতিসংঘে তুলতে পারে আফগানিস্তান

হাসান : ইরানের সঙ্গে আফগানিস্তানের চলমান সীমান্ত বিরোধের ইস্যুটি জাতিসংঘে উত্থাপন করা হতে পারে। পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একজন কর্মকর্তা বুধবার (২৪ জানুয়ারি) এ কথা জানান।

সীমান্ত ও উপজাতি বিষয়ক দফতরের পরিচালক নাজির আহম্মেদ হায়দারজাদা বলেন যে, দুই দেশের মধ্যে দুটি এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে।

ইরান সরকারের বিরুদ্ধে জিরো পয়েন্ট বাজার বসানোর অভিযোগ আনেন তিনি। গৃহযুদ্ধের সময় সীমান্তের দুই পাশের জনগণের সুবিধার জন্য এই বাজার বসানো হয়েছিলো।

কিন্তু ২০১১ সালের পরও সরকার ইসলাম কালা ও কালাতা নাজার নামে দুটি এলাকার বাজারগুলো তুলে দেয়নি। ইরান এই দুই বাজারের মালিকানা দাবি করছে বলে আফগান কর্মকর্তা জানান।

একটি যৌথ প্রতিনিধি দল আফগানিস্তানের দাবি খতিয়ে দেখছে উল্লেখ করে কর্মকর্তা বলেন, ‘ইরান যদি দুই বাজারের মালিকানা দাবি অব্যাহত রাখে তাহলে বিষয়টি নিস্পত্তির জাতিসংঘে উত্থাপন করা হবে।’

এ নিয়ে প্রতিবেশি দেশটি প্রতিনিধিরা ভিন্নমত পোষণ করেন বলে পরিচালক জানান। দ্বিপাক্ষিকভাবে বিষয়টি সুরাহা না হলে বিষয়টি জাতিসংঘে যাবে- সতর্ক করে দেন ওই আফগান কর্মকর্তা।

খাসান জেলায় একটি বাজারের কাছে বসবাসরত অধিবাসী গোলাম মোহাম্মদ সাংবাদিকদের জানান যে, সীমান্ত এলাকার জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দিতে ইরান প্রথমে ছোট আকারের দুটি বাজার বসিয়েছিলো। কিন্তু পরে তারা আফগানিস্তানের মধ্যে ঢুকে বাজারের আয়াতন বড় করে।

হাজি গোলাম সিদ্দিক নামে আরেক অধিবাসী জানান, ইরানিরা আফগানদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে। তারা কনটেইনার ভর্তি পণ্য এখানে নিয়ে আসে।

যুদ্ধের সময় আফগান সরকার ইরানীদের যে সুযোগ দিয়েছে তারা এখন তার সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রাদেশিক পরিষদ সদস্য গোলাম হাবিব হাশামি অবশ্য বিষয়টি কূটনৈতিকভাবে নিস্পত্তির ওপর জোর দেন। যদি ওই প্রক্রিয়া ব্যর্থ হয় তার পর জাতিসংঘে যাওয়া যেতে পারে।

হেরাত নগরীতে ইরানী কনসুলেটের কর্মকর্তারা এই ইস্যুতে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।-পাজভুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়