শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফরিন ইস্যুতে ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউজ মিথ্যা বলেছে: তুরস্ক

মুফতি আবদুল্লাহ তামিম ও সজিব সরকার: সিরিয়ার আফরিনে তুরস্কের চালানো ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগানের ফোনালাপের যে তথ্য হোয়াইট হাউজ প্রকাশ করা হয়েছে তা সত্য নয়, দেশটির প্রধান সংবাদ মাধ্যম ‘আনাদুলু এজেন্সি’ জানায়।

২৪ জানুয়ারী তাদের ফোনালাপ নিয়ে একটি লিখিত বিবৃতি দিয়েছিল হোয়াইট হাউজ কিন্তু তারা তাদের বিবৃতিতে মিথ্যা বলেছে বলে দাবি তুরস্কের সংবাদ মাধ্যমটির।

তাদের বিবৃতি মতে, ‘হোয়াইট হাউজ যে তথ্য প্রকাশ করেছে তা মোটেও সত্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্প হামলার ব্যপারে কোন উদ্বেগ প্রকাশ করেননি। এসময় তারা শুধুমাত্র তাদের মতামত বিনিময় করেছিলেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আফরিনের মধ্যেই অপারেশন সীমাবদ্ধ রাখার কথা বলেন ট্রাম্প এবং এ হামলা মানবিজ এর দিকে অগ্রসর না করার আহ্বান জানান তিনি। এ অঞ্চলটিতে মার্কিন সৈন্যদের ঘাঁটি থাকার কারণে এ কথা বলেছিলেন তিনি।’ এসময় ট্রাম্প তুরস্কের আক্রমণকে ধ্বংসাত্মক বলেও অভিহিত করেন নি বলেও জানানো হয়।

উল্লেখ্য, এর আগে সিরিয়াতে তুরস্কের আক্রমণের বিষয়ে ফোনালাপ করেছিলেন ট্রাম্প-এরদোগান। ‘ফোনালাপকালে তুরস্কের হামলাকে ধ্বংসাত্মক বলেন ট্রাম্প এবং এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি,’ হোয়াইট হাউজ জানিয়েছিল। আনাদুলু এজেন্সি ও ডেইলি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়