শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাই হত্যার বিচারে সামাজিক মাধ্যমে নায়ক ভারতীয় যুবক

উপল বড়ুয়া : টানা ৮০০ দিন সরকারী অফিসের সামনে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়ক হয়ে উঠলেন শ্রীজিত নামে ভারতীয় এক যুবক। রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে তিনি দীর্ঘদিন এই অবস্থান করে আসছেন। তার এই প্রতিবাদ মূলত ২৬ বছরের যুবক ছোট ভাই শ্রীজিবের বিচার চেয়ে। শ্রীজিত জানিয়েছে, পুলিশের নির্যাতনে ছোট ভাইয়ের মৃত্যু ঘটে।
২২সে ২০১৫ থেকে শ্রীজিত কেরালা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। এতদিন কারো তার এই অবস্থান গোচর না হলেও কয়েক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে ও মেসেজে চাওর হওয়ায় সর্বত্র পরিচিত হয়ে উঠেন শ্রীজিব। বিচারের দাবিতে তার সাথে সংহতি জানিয়েছেন কেরালার জনগণ ও দক্ষিণ ভারতীয় অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারন।
পুলিশ জানায়, হেফাজতে থাকাকালীন শ্রীজিব আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ছিল। কিন্তু শ্রীজিবের পরিবারের মতে, পুলিশ অফিসারে এক মেয়ের সাথে সম্পর্কের জের ধরে আটক হয় শ্রীজিব। হিউম্যান রাইটস ওয়াচ তাদের আগস্টের রিপোর্টে জানায়, অনেক আগে থেকে কাস্টডিতে নির্যাতনে মারা যাওয়া আসামীদেরকে অসুস্থাজনিত ও আত্মহত্যায় মারা যাওয়া বলে চালিয়ে আসছে পুলিশ।
সরকারী মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় ছোট ভাইকে দেখতে দিয়েছিল শ্রীজিত। তখন তাকে কিছু বলতে চেয়েছিল শ্রীজিব। কিন্তু মুখে অক্সিজেন মাস্ক থাকায় কোন কিছুই বুঝা যায়নি। শ্রীজিবের সারা অঙ্গে নির্যাতনের চিহ্ন ছিল তখন। মেডিকেলে শ্রীজিবকে পুলিশ পাহারা দিয়ে রেখেছিল। বিচারের দাবিতে সংহতি জানানোর জন্য কেরালার জনগণ ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীজিত। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়