শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় বাম বিরোধী রাজনীতিতে বিজেপির নয়া সমীকরণ

অনল রায় চৌধুরী, আগরতলা : ভারতের ত্রিপুরায় উপজাতি দল আইপিএফটি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় যাবে না বিজেপি। এখন ছোট বড় বিভিন্ন দলের নেতাদের বিজেপিতে সামিল হবার বার্তা দিল বিজেপি।

বৃহস্পতিবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বিজেপির নির্বাচনী প্রভারী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা ‘বলেন, অন্য কোন দলের সঙ্গেই আর আসন সমঝোতা হবে না। দুই এর অধিক চিনহ নিয়ে নির্বাচনী ময়দানে নামলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। ফলে চিনহ দুটি থাকবে। এখন অন্যান্য ছোট বড় দল গুলির বিশিষ্ট নেতারা বিজেপিতে সামিল হতে পারেন। এজন্য বিজেপির দরজা খোলা আছে।

তিনি বলেন, বিজেপির কাছে এখন ৫১টি আসন রয়েছে। কোন বিশিষ্ট নেতা বিজেপিতে সামিল হলে তাদের 'বিজেপির আসন থেকেই প্রার্থী করা হবে। আর তাদের বিজেপির চিনহেই নির্বাচনে লরতে হবে। এছাড়া অন্য কোন বিকল্পও আর নেই। বিজেপি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েই এই ঘোষণা দিচ্ছে।

তিনি জানান, বেশ কিছু দলের নেতারা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সম্পর্ক করেছেন আলোচনাও হয়েছে। যদিও এখনো চূড়ান্ত কিছু বেরিয়ে আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়