শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দর আবারও বাড়লো

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আরও এক ধাপ বাড়লো স্বর্ণের দর। স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫২ হাজার ২৩৬ টাকা।

বৃহস্পতিবার বাজুস এই দর বাড়ার সিদ্ধান্তের কথা জানায়।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দর বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা জানান, আগামীকাল শুক্রবার থেকেই নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়াবে ৫২ হাজার ২৩৬ টাকা। আর ২১ ক্যারেটের ভরি হবে ৪৯ হাজার ৯২১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪৪ হাজার ৬৫৭ টাকা এবং স্বণাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২৭ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৫০ হাজার ৭৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হয়।
আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয় ২৬ হাজার ৫৩৬ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়