শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের নির্বাচন দিলে আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না: মান্না

ফাহিম ফয়সাল: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ গণন্ত্রের নির্বাচন দিলে আগামীতে ক্ষমতায় আসতে পারবে না, তাই তারা গণন্ত্রের নির্বাচন দিবে না।

বৃহস্পতিবার (২৫ জানুুুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত গ্যাস-বিদ্যুৎ, চাল-পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ গত নির্বাচনের সময় অঙ্গিকার করেছিল ১০ টাকা করে চাল খাওয়াবে। এখন চালের দাম কত? চালের দাম বাড়ার কারণে দেশের ১০ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আজ আপনারা (আওয়ামী লীগ) একের পর এক মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছেন।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে যখন কোন দল অংশগ্রহণ করেনি তখন আওয়ামী লীগ অনেক সমালোচনা করেছে। কিন্তু এবার যখন নির্বাচন করতে চাচ্ছে তখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।

নাগরিক ঐক্যের এ নেতা আরও বলেন, আপনারা (আওয়ামী লীগ) উন্নয়নের কথা বলেন, কতগুলো কালভার্ট, ব্রিজ বানিয়েছেন সেকথা বলেন। আর পদ্মা সেতু নিয়ে সারাদেশের মানুষ স্বপ্ন দেখছেন সেসব কথা বলেন। কিন্তু উড়াল সেতু বানিয়ে কি যানজট কমেছে? বিশ্বের উন্নত দেশে উড়াল সেতু বানাতে যে খরচ হয় তার চেয়ে ২ গুন বেশী খরচ করে উড়াল সেতু বানাচ্ছেন। আসলে সব টাকা লুটপাট করছেন আর বলছেন উন্নয়ন করছি। উন্নয়ন তাকে বলে, যদি দেখতাম দরিদ্রদের আয় বাড়ছে। কিন্তু যদি হিসাব করেন বর্তমানে ৩৮ ভাগ সম্পদ ধনীদের হতে আর ১ ভাগ গরিবদের হাতে। তাহলে দেশ উন্নয়ন করলো কিভাবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়