শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শর্তসাপেক্ষে’ ড্রিমার’দের নাগরিকত্ব দিবেন ট্রাম্প

লিহান লিমা: যুক্তরাষ্ট্রে কমবয়সে অবৈধভাবে আসা অভিবাসী তরুণদের শর্তসাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড্রিমারদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি ভেবে দেখার কথা বলেন তিনি। গতবছরের সেপ্টেম্বরে এক ঘোষণায় ৮ লাখ তরুণ অভিবাসীকে ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

তবে এই সময় তিনি আরো বলেন, যদি কোন রকম বাধা ছাড়াই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ চূড়ান্ত হয় তাহলেই তিনি ড্রিমারদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি ভেবে দেখবেন। এর আগে কংগ্রেসে বার্ষিক বাজেটে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্প বাড়তি অর্থ চাওয়ায় ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান সদস্যের মতৈকের মুখে যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা শুরু হয়। এরপর তিনদিনের মাথায় দুই দলের সমঝোতার মাধ্যমে এই সংকটের অবসান হয়।

ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে বলেন, আমরা ড্রিমার নিয়ে একটি সেরা সিদ্ধান্তে পৌঁছাব কিন্তু সীমান্তে দেয়াল নির্মাণ অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটির জন্য ২৫ বিলিয়ন ডলার প্রয়োজন সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তা সুরক্ষার জন্য প্রয়োজন ৫ বিলিয়ন ডলার। যদি দেয়াল নির্মাণ না হয়, তবে ড্রিমার নিয়েও কোন সিদ্ধান্ত হবে না।

স্থানীয় সময় সোমবার ড্রিমার প্রকল্প ও অভিবাসন নিয়ে ট্রাম্পের নতুন আইন ঘোষণার কথা রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনি প্রচারণা থেকেই মেক্সিকো সীমান্তে ৮০০ মাইল দেয়াল নির্মাণের কথা বলে আসছেন ট্রাম্প। তবে তিনি আরো বলেছিলেন, এর সম্পূর্ণ খরচই মেক্সিকো বহন করবে। তাই বাজেটে দেয়াল নির্মাণের অর্থের প্রস্তাব রাখায় বিরোধীদলসহ নিজ দলের কিছু সদস্যের বাধার সম্মুখীন হন ট্রাম্প। ইউএসএ টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়