শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের একতরফা ড্রোন হামলায় পাকিস্তানের প্রতিবাদ

ওমর শাহ: পাকিস্তানের কুররাম এজেন্সি এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ধরনের ‘একতরফা পদক্ষেপের’ ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানিয়েছে, ‘এ ধরনের হামলা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দুই দেশের সহযোগিতার মনোভাবের ক্ষতি করবে।’

কুররাম এজেন্সি এলাকায় ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্ক কমান্ডার এহসান ওরফে খাওয়ারি এবং তাদের দুই সহযোগী নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করে।
ওরাকজাই এজেন্সি এলাকার রাজনৈতিক প্রশাসনের সূত্রগুলো বলছে, আফগান শরণার্থীরা বাস করতো এ রকম একটি বাড়িতে ড্রোন হামলা করা হয়। তবে স্থানীয়রা বলছেন, হাক্কানি নেটওয়ার্কের একটি গোপন আস্তানায় ড্রোন হামলা করা হয়েছে। স্টেশন হাউজ অফিসার থাল আমির জামান নিশ্চিত করেছেন যে, নাসির মেহমুদ ওরফে খাওয়ারি নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘রেজোল্যুট সাপোর্ট মিশন (আরএসএম) একটি আফগান শরণার্থী ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।’
পররাষ্ট্র দফতর বলেছে, ‘পদক্ষেপ নেয়ার মতো গোয়েন্দা তথ্য থাকলে সেটা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বারবার বলে আসছি আমরা, যাতে আমাদের সীমানার মধ্যে আমাদের বাহিনীই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাছাড়া আফগান শরণার্থীদের আরও তাড়াতাড়ি প্রত্যাবাসনের প্রতি জোর দিয়ে আসছে পাকিস্তান। কারণ তাদের মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের জন্য সহজ হয়ে যায়।’
কুররাম এজেন্সির পাক-আফগান সীমান্তের বাদশাহ কোট এলাকায় ১৭ জানুয়ারি বছরের প্রথম ড্রোন হামলায় এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ড্রোন হামলায় নিহত হয় দুজন। একটি গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। কুররামের মাতা সাঙ্গার এলাকায় ওই হামলা চালানো হয়েছিল। গত বছর একই মাসে একই এলাকায় একটি বাড়ির কম্পাউন্ডে মার্কিন ড্রোন থেকে মিসাইল ছোড়া হয়েছিল। যদিও ওই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়