শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চার রাজ্যে পদ্মাবতের প্রদর্শন বন্ধ

রাশিদ রিয়াজ : ভারতের চার রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও বিহারে অশান্তির আশঙ্কায় পদ্মাবত চলচ্চিত্র প্রদর্শন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিম বাংলা, দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রে পরিস্থিতি শান্তিপূর্ণ হওয়ায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হচ্ছে। খানিকটা উদ্বেগ রয়েছে উত্তরপ্রদেশও। এই কয়েকটি রাজ্যের সিনেমাহল ও মাল্টিপ্লেক্স মালিকরা কারনি সেনার হুমকিতে ভীত রয়েছেন যারা হুঁশিয়ারি দিয়েছে, পদ্মাবত মুক্তি পেলে ভারত জ্বলবে। টাইমস অব ইন্ডিয়া

ভারতের গুজরাটে রাজপুত গোষ্ঠীর তা-বে ভীত হল মালিকরা আগেই জানিয়ে দিয়েছে, তারা ছবিটি দেখাবেন না। হলের বাইরে চলচ্চিত্রটি না দেখানোর নোটিশ ঝুলছে। রাজস্থানে অবস্থা আরও শোচনীয়। ছবিটি ঘিরে অশান্তির কেন্দ্র হচ্ছে রাজস্থান। তারাও জানিয়ে দিয়েছে পদ্মাবত দেখানো হবে না। বিহারও সেই পথেই।

পশ্চিমবঙ্গে সঞ্জয়লীলা বনসালির পাশে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে ছবিটি নির্বিঘেœই চলবে। আইন-শৃঙ্খলার দায়িত্ব নেবে প্রশাসন। এই যাবতীয় অশান্তির মূলে বিজেপি, বজরং দল ও আরএসএস-কেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তার মধ্যে কলকাতাতে মুক্তি পেল পদ্মাবত। বুধবারই শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ছবির থ্রি-ডি ভার্সন মুক্তি পায়। শান্তিপূর্ণ পরিবেশেই ছবি দেখেনে সিনেমাপ্রেমীরা।

তবে বিতর্কিত চলচ্চিত্রটির টিকিটও বিক্রি হচ্ছে হু-হু করে। ইতোমধ্যেই বহু মাল্টিপ্লেক্স হাউসফুল। দিল্লি, পাঞ্জাব, উত্তরাখন্ড ও হিমাচলপ্রদেশেও পদ্মাবত ঘিরে কোনও অশান্তিতে নেই। এদিকে পদ্মাবতের মুক্তি ঘিরে ভারত জুড়ে সতর্কতার মধ্যে বন্ধ রাখা হয়েছে চিতোরগড় ফোর্ট। সকাল থেকে ফোর্টেও সামনে কড়া নিরাপত্তা রয়েছে। ফোর্টে ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। এই নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। পদ্মাবত অশান্তি ইন্ধনের অভিযোগে পুলিশ হেফাজতে হিন্দু সেনা অধ্যক্ষ বিষ্ণু গুপ্তাকে দিল্লির সরিতা বিহারের বাড়ি থেকে আটক করা হয়েছে। আরও কয়েকজন হিন্দু সেনা কর্তাকে গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে।

রাজস্থানের উদয়পুরে প্রজাতন্ত্র দিবসে সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে ঘুমর গানে নিষেধাজ্ঞা জারি করেছেন এডিএম। মুম্বইয়েও সিনেমা হলের সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বুধবার বাসে হামলার পর গুরুগ্রামে বেশিরভাগ স্কুলই বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে মধ্যপ্রদেশের হলমালিকরা শরণাপন্ন হয়েছেন।

এদিকে বিহারের পাটনাতেও মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর সমস্ত অগ্রিম বুকিং বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়