শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীর তীরে শিল্পকারখানা গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  নদীর তীরবর্তী ভূমি উদ্ধার করে শিল্প কারখানা গড়ে তুললে মানুষের বসত বাড়ি ভাঙতে হবে না।ব্যবসা-বাণিজ্যের পণ্য পরিবহনের ক্ষেত্রে নদী পথ সবচেয়ে ভালো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নদীকে কাজে লাগাতে হবে। সূত্র: যমুনা টিভি

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে, নিজ কার্যালয়ে যমুনা-পদ্মা নদীর তীর স্থিরকরণ, ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী ভিত্তিক পরিবহন ব্যবস্থা আরো উন্নত করতে হবে। ব্যবসা-বাণিজ্যের পণ্য পরিবহনের ক্ষেত্রে নদী পথ সবচেয়ে ভালো। নদীর পাড়েই সভ্যতা গড়ে উঠে। এদেশেও অনেক নদী রয়েছে। নদীর ভূমি উদ্ধার করে শিল্প কারখানা গড়ে তুলতে পারব। নদীর পাড়ে শিল্প কারখানা গড়ে তুললে মানুষের বসত বাড়ি ভাঙতে হবে না।

দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদী তীরবর্তী ভূমি পুনরুদ্ধার করে শিল্প কারখানা স্থাপন করতে পারলে দেশে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দারিদ্র্যও দূর হবে।

নদী সংরক্ষরণ ও নাব্য রক্ষায় প্রতিবছর যথা সময়ে ড্রেজিং করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়