শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোরিয়ার নাগরিকদের ঐক্যের ডাক দিল উত্তর কোরিয়া

রাশিদ রিয়াজ : দুই কোরিয়ার নাগরিকদের জন্যে ঐক্যের ডাক দিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের বিরল ঘোষণা দিয়ে বলা হয়, দুই কোরিয়া ছাড়াও বিশ্বের যেখানে কোরিয়ার নাগরিক আছে তাদের এধরনের ঐক্যে প্রক্রিয়ায় যোগ দেওয়া প্রয়োজন। দুটি কোরিয়া মিলে একটি বেসামরিক এলাকা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে এ ঐক্য প্রক্রিয়ায়।

উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া থেকে এ ঐক্য প্রক্রিয়ার ডাক দিয়ে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের উচিত যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতা বৃদ্ধি করা যাতে করে দুই কোরিয়ার নাগরিকদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস মুছে ফেলা যায়। এবং এধরনের প্রক্রিয়া ব্যাপকভিত্তিক হওয়া প্রয়োজন।

উত্তর কোরিয়া এমন এক সময় এ ঐক্যের ডাক দিল যখন কিছুদিন আগেই দুটি দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক সমাপ্ত হয়েছে। ওই বৈঠকের প্রতিফলন এধরনের ঐক্যের ডাকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতারাও চাচ্ছেন দুই কোরিয়ার মধ্যে এধরনের আরো সমঝোতা, পারস্পরিক বোঝাবুঝি আরো বৃদ্ধি পাক। যা দুটি দেশের মধ্যে স্বাধীনতা পুনর্গঠনের কাজ হিসেবে ভবিষ্যতে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র এই বিবৃতিতে আরো বলা হয়, কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিক প্রচেষ্টা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সবধরনের চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবেলা করে জাতির স্বাধীনতার আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্যে দিয়ে এধরনের তৎপরতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়