শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোরিয়ার নাগরিকদের ঐক্যের ডাক দিল উত্তর কোরিয়া

রাশিদ রিয়াজ : দুই কোরিয়ার নাগরিকদের জন্যে ঐক্যের ডাক দিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের বিরল ঘোষণা দিয়ে বলা হয়, দুই কোরিয়া ছাড়াও বিশ্বের যেখানে কোরিয়ার নাগরিক আছে তাদের এধরনের ঐক্যে প্রক্রিয়ায় যোগ দেওয়া প্রয়োজন। দুটি কোরিয়া মিলে একটি বেসামরিক এলাকা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে এ ঐক্য প্রক্রিয়ায়।

উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া থেকে এ ঐক্য প্রক্রিয়ার ডাক দিয়ে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের উচিত যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতা বৃদ্ধি করা যাতে করে দুই কোরিয়ার নাগরিকদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস মুছে ফেলা যায়। এবং এধরনের প্রক্রিয়া ব্যাপকভিত্তিক হওয়া প্রয়োজন।

উত্তর কোরিয়া এমন এক সময় এ ঐক্যের ডাক দিল যখন কিছুদিন আগেই দুটি দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক সমাপ্ত হয়েছে। ওই বৈঠকের প্রতিফলন এধরনের ঐক্যের ডাকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতারাও চাচ্ছেন দুই কোরিয়ার মধ্যে এধরনের আরো সমঝোতা, পারস্পরিক বোঝাবুঝি আরো বৃদ্ধি পাক। যা দুটি দেশের মধ্যে স্বাধীনতা পুনর্গঠনের কাজ হিসেবে ভবিষ্যতে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র এই বিবৃতিতে আরো বলা হয়, কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিক প্রচেষ্টা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সবধরনের চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবেলা করে জাতির স্বাধীনতার আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্যে দিয়ে এধরনের তৎপরতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়