শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই কোরিয়ার নাগরিকদের ঐক্যের ডাক দিল উত্তর কোরিয়া

রাশিদ রিয়াজ : দুই কোরিয়ার নাগরিকদের জন্যে ঐক্যের ডাক দিয়েছে উত্তর কোরিয়া। গত বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের বিরল ঘোষণা দিয়ে বলা হয়, দুই কোরিয়া ছাড়াও বিশ্বের যেখানে কোরিয়ার নাগরিক আছে তাদের এধরনের ঐক্যে প্রক্রিয়ায় যোগ দেওয়া প্রয়োজন। দুটি কোরিয়া মিলে একটি বেসামরিক এলাকা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে এ ঐক্য প্রক্রিয়ায়।

উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া থেকে এ ঐক্য প্রক্রিয়ার ডাক দিয়ে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের উচিত যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতা বৃদ্ধি করা যাতে করে দুই কোরিয়ার নাগরিকদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস মুছে ফেলা যায়। এবং এধরনের প্রক্রিয়া ব্যাপকভিত্তিক হওয়া প্রয়োজন।

উত্তর কোরিয়া এমন এক সময় এ ঐক্যের ডাক দিল যখন কিছুদিন আগেই দুটি দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক সমাপ্ত হয়েছে। ওই বৈঠকের প্রতিফলন এধরনের ঐক্যের ডাকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতারাও চাচ্ছেন দুই কোরিয়ার মধ্যে এধরনের আরো সমঝোতা, পারস্পরিক বোঝাবুঝি আরো বৃদ্ধি পাক। যা দুটি দেশের মধ্যে স্বাধীনতা পুনর্গঠনের কাজ হিসেবে ভবিষ্যতে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

উত্তর কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র এই বিবৃতিতে আরো বলা হয়, কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা নিরসন করে শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিক প্রচেষ্টা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে সবধরনের চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবেলা করে জাতির স্বাধীনতার আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হবে। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের মধ্যে দিয়ে এধরনের তৎপরতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়