শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের উপর দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা তৈরি হয়েছে

অঘোর মন্ডল : প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে টানা তিনটি ম্যাচে জয়ী হয়েছে। এটি আমাদের দলের ধারাবাহিকতার লক্ষণ। একটি ভালো দল হিসেবে ধারাবাহিক পারফর্ম করতে পারে তার প্রমাণ রাখল বাংলাদেশ। আরও একটি বিষয়, আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে, তাদের বর্তমান বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে তারা দায়িত্ব নিতে শিখেছে। নিজেদের উপর দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা তৈরি হয়েছে। এটি একদিনে হয়নি বা কারো হাতের জাদুর কাঠিতে হয়নি। এটি হচ্ছে, অভিজ্ঞতা। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ১৩‘শরও বেশি ম্যাচ খেলেছে। তাদের এই এতো ম্যাচ খেলার অভিজ্ঞতার ফলাফল তারা দেখাচ্ছে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ যে পারফর্ম করেছে, এটি আবারও প্রমাণিত হয়েছে যে, ২২ গজের ভেতরে যারা খেলে তাদের হাতেই রেজাল্ট থাকে। এর বাইরে কোনো কোচ বা অন্য কেউ রেজাল্ট দিতে পারে না। আমাদের হাতুরেসিং নেই বলে যে আমরা খারাপ খেলব তা নয়। অথবা নতুন যে তার জায়গায় এসেছে, তার জন্য ভালো করেছে এটিও বলা যাবে না। পুরো বিষয়টি হচ্ছে, বাংলাদেশের পুরো দলটিতে সিনিয়রদের সাথে নতুনরাও ভালো করছে। তারা একতাবদ্ধ হয়ে খেলেছে। ব্যাটিং ও বোলিং দুই দিকে ভালো করেছে। বাংলাদেশ দলটি এর জন্য বাহবা পেতে পারে।

সাথে যারা নির্বাচক আছেন, তারাও বাহবা পাওয়ার যোগ্য। তবে আমরা ফাইনলি ম্যাচটিতে জয়ী হলে কনফিডেন্স লেবেলটি আরও বাড়বে। তার সাথে সামনের বছর বিশ্বকাপের জন্য একটি ভালো দল গঠন করার সুযোগ পাবে। এটির যেন ছন্দপতন না ঘটে। ঘরোয়া মাঠে যে এ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটি নিতে শিখতে হয়। তা বাংলাদেশ ভালোভাবে পেরেছে।

পরিচিতি : সিনিয়র সাংবাদিক ও ক্রীড়াবিশ্লেষক
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়