শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা, ১ ফেব্রুয়ারি অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

অসহনীয় যানজট কমানোর লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এ অভিযান চলবে মাসজুড়ে।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা যানজট কমাতে মহানগরীকে চারটি করিডরে ভাগ করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সার্ভিস চালুর পরামর্শ দিয়েছেন।

পৌনে দুই কোটি মানুষের শহর ঢাকা। যে শহরের ৭০ ভাগ সড়ক মাত্র ১৫ ভাগ যাত্রীর দখলে, যারা চলাচল করে প্রাইভেটকারে।

স্ট্র্যাটেজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান (এসটিপি) এ হিসাব থেকে দেখা যায়, বাকি ৮৫ ভাগ মানুষের জন্য রয়েছে অবশিষ্ট ৩০ ভাগ সড়ক। তার সঙ্গে অপ্রতুল গণপরিবহন, রাস্তায় যত্রতত্র পার্কিং, ট্র্যাফিক অব্যবস্থাপনা যোগ হয়ে রাজধানীতে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা যায়, রাজধানীতে যানজটে বছরে ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা।

সভায় নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ‘কারা কারা অবৈধভাবে ভবন তৈরি করেছে, কিন্তু ভবনের ব্যবহার পরিবর্তন করে ফেলেছে। কত ধরনের গাড়ি চলবে, কী পরিমাণ তার নিয়ন্ত্রণ হবে। এসব কাজ করিডর নির্ভর পরিকল্পনার মাধ্যমে করা দরকার।’

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য এখন যে সিসিটিভি লাগিয়েছেন, তার সঙ্গে যদি ড্যাশবোর্ড সংযুক্ত করেন এবং কতগুলো অ্যাপ তৈরি করেন। অর্থাৎ প্রতিটা বাসে, চিন্তা করেন, একটা করে যদি ডেডিকেটেড মোবাইল থাকে, আপনি কিন্তু বাসের ঘনত্ব কোথায় কতটুকু যাচ্ছে, কোথায় ক্লট করছে—এগুলো ইমিডিয়েটলি ডিজল্ভ করা যাবে।’

বিশেষজ্ঞদের এসব পরামর্শ মেনে কাজে নেমে পড়ার ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত করলাম।’

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের দেশে একেবারে বলব যে, বিআরটিএ ঢালাওভাবে এত গাড়ি রেজিস্ট্রেশন দেয় কিন্তু রাস্তার ধারণক্ষমতার কথা চিন্তা করে না।’

তিনি বলেন, ‘আমরা এই ফ্র্যাঞ্চাইজ যদি করি, ফুটপাত ব্যবস্থা যদি করি, করিডর ব্যবস্থা যদি করি, ইকবাল হাবিব সাহেব বলেছেন, এই প্রাইভেটকার ম্যানেজমেন্ট অটো হয়ে যাবে।’

একইসঙ্গে মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়তে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কমকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে গঠিত কমিটি ৩ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে রাজধানীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়