শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:২১ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি ট্রাম্পকে ভালোবাসি’

ডেস্ক  রিপোর্ট :  উগান্ডার প্রেসিডেন্ট উয়োবেরি মুসেভেনি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন। কারণ তিনি আফ্রিকানদের সঙ্গে ‘খোলামেলা’ কথা বলেন। উগান্ডার রাজধানী কামপালায় ইস্ট আফ্রিকান লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গত মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় তিনি ওই কথা বলেন।

হাইতি ও আফ্রিকার দেশগুলোকে ‘জঘন্য (শিট হোল)’ বলে ট্রাম্প মন্তব্য করার পর মুসেভেনি এ কথা বললেন। চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে অভিবাসন বিষয়ে এক বৈঠকে ট্রাম্প মন্তব্যটি করেছিলেন বলে এক সিনেটর জানিয়েছেন। তবে ট্রাম্প এ বিষয়টি অস্বীকার করেছেন।

ট্রাম্পের ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠার পর আফ্রিকার দেশগুলোয় প্রতিবাদের ঝড় ওঠে। ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো তো বলেই বসেছেন, তিনি এমন অপমানকর মন্তব্য কিছুতেই মেনে নেবেন না। এ ক্ষেত্রে মন্তব্যকারী নেতা বন্ধু বা শক্তিশালী কোনো রাষ্ট্রের সরকার বা রাষ্ট্রপ্রধান কি না, তা বিবেচনা করবেন না তিনি।

তবে উগান্ডার মুসেভেনি তাঁর বক্তব্যে বলেন, ‘যুক্তরাষ্ট্র সর্বকালের সেরা প্রেসিডেন্ট পেয়েছে। আমি ট্রাম্পকে ভালোবাসি, কারণ তিনি আফ্রিকানদের সঙ্গে খোলামেলা কথা বলেন। আফ্রিকানদের নিজেদের সমস্যা সমাধান করা জরুরি। তাদের শক্তিশালী হয়ে ওঠা প্রয়োজন। দুর্বল হলে এই বিশ্বে টিকে থাকা সম্ভব নয়।’ এ সময় মুসেভেনি ট্রাম্পকে ‘সৎ ব্যক্তি’ বলেও মন্তব্য করেন।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়